FB LIke Bottom

Tuesday, October 6, 2015

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর সংবর্ধনার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ
ধামরাই প্রতিনিধি
ধামরাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার ছবি চিহ্নিত সন্ত্রাসীরা ছিড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে । বিএনপি মুখোশ ধারী কিছু রাজনীতিবিদদের ইন্দনে এ কাজ হয়েছে বলে জনান স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধামরাই থানার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বেŸাচ্চ সম্মান “চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ ”এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের জন্য আইসিটি টেকসই পুরস্কার পাওয়ায় এলাকার আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুগো অভিবাদন ও সংবর্ধনার পোষ্টার ও ফেস্টুন দেন । স্থানীয় কথিত নামধারী বিএনপি সন্ত্রসীরা এসকল পোষ্টার ও ফেস্টুন ছিড়ে ফেলে দেয়। পোষ্টার ও ফেস্টুন ছিড়ায় জড়িত ছিলেন- চরসুঙ্গর গ্রামের মোঃ আঃ আলিম, আক্কাছ আলী, সিরাজুল ইসলাম, নুরুল হক, মোজাম্মেল, মেছের, রহমান, খায়রুল, আহসান, সেলিম,রুবেল, জাহিদুল, হানিফ, রফিক, কালাম,ফরিদ, কাইয়ূম,, আলআমিন, আহাম্মদসহ আরো অনেকে। এদের দাপটে কেউ মুখ খুলতে সাহস পায়না। ধামরাই থানার সর্বশেষ ও সর্ব দক্ষিণ এলাকা হওয়ায় এখানে পুলিশ প্রশাসনের যাতায়াত খুবই কম। এ সুযোগে এ এলাকার চেয়ারম্যানের নিদের্শে সকল অপকর্ম চলছে দেদারছে।

No comments:

Post a Comment