FB LIke Bottom

Wednesday, October 14, 2015

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

মঙ্গলবার দুপুরে মানিক মিয়া এভিনিউয়ে (শেরেবাংলা নগর) বাস-মিনিবাসের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএয়ের মোবাইল কোর্ট এবং ফিটনেসবিহীন পরিবহন, অবৈধ ড্রাইভিং লাইসেন্সের বিরূদ্ধে চলমান অভিযান
এবং সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইন পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রতিটি গণপরিবহনে ভাড়ার তালিকা বাসে সংরক্ষণ করতে হবে।

এছাড়া অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে মন্ত্রী জানান।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি বাস-মিনিবাসে ভাড়ার তালিকা দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়কারি পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পুনঃনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনভাবেই আদায় করা যাবে না। তিনি এ বিষয়ে পরিবহন মালিকদের সহযোগিতাও কামনা করেন।

উল্লেখ্য, সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধিতে সিএনজি চালিত বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করে বিআরটিএ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস-মিনিবাসের ভাড়া প্রতি যাত্রী প্রতি কিলোমিটারে নির্ধারণ করা হয় যথাক্রমে ১ টাকা ৭০ পয়সা এবং ১ টাকা ৬০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া ৭ টাকা ও ৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।

No comments:

Post a Comment