ফাঁসির অপেক্ষায় জাতি
অনুসারীরাই নাশকতা ঘটাচ্ছে। পুলিশের ধারণা আরো চেষ্টা হবে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সাবেক দুই মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী। অনেকের ধারণা, সাম্প্রতিক দিনগুলোতে দেশে যেসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে, তা এ দুই যুদ্ধাপরাধীর অনুসারীদেরই কাজ। তাঁদের ফাঁসি এবং যুদ্ধাপরাধের বিচার বানচাল করতেই স্বার্থান্বেষী মহল এসব নাশকতা চালাচ্ছে। তাই তাঁদের ফাঁসি কার্যকর হয়ে গেলে এসব অপতৎপরতা আপাতত বন্ধ হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরী ও মুজাহিদকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর এ রায় প্রকাশের পরদিন এ দুজনকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছে কারা কর্তৃপক্ষ। এর পর থেকেই মৃত্যুর প্রহর গোনা শুরু হয়েছে ওই দুই রাজনৈতিক নেতার। কিন্তু এই মৃত্যুদণ্ড কার্যকর করতে আইনগতভাবে দুটি ধাপ বাকি আছে। প্রথমত তাঁদের দাখিল করা রিভিউ আবেদন নিষ্পত্তি হতে হবে। এর আগে দণ্ড কার্যকর করা যাবে না। এ আবেদন খারিজ হলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে। এরপর সাকা-মুজাহিদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করার সুযোগ পাবেন। রাষ্ট্রপতির কাছে আবেদন করলে এবং সেই আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না।
FB LIke Bottom
Monday, November 2, 2015
ফাঁসির অপেক্ষায় জাতি অনুসারীরাই নাশকতা ঘটাচ্ছে। পুলিশের ধারণা আরো চেষ্টা হবে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment