সাভারে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন ও পৌর মেয়র রেফাতউল্লাহসহ ৪ শিবির নেতা গ্রেফতার
সাভারে বিএনপি দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার মামলায় গ্রেফতারকৃত এ দুই নেতা হলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাভার এলাকার সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহ। এ ছাড়া পৌর এলাকার শাহীবাগ থেকে পিস্তল,গুলিসহ ইসলামী ছাত্র শিবিরের ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর পরিবাগের নিজ ফ্লাট থেকে সাভার থানার পুলিশ ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিনকে ও পৌরএলাকার কর্নপাড়ার বাস ভবন থেকে পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহকে গ্রেফতার করে। সাভার থানার এস আই শাহীন মোল্লা জানান বিগত পাঁচ জানুয়ারী জাতীয় নির্বাচনের পরে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা ও হত্যাচেষ্টাসহ সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় নাশকতার অভিযোগে প্রায় দেড় ডজন মামলায় গ্রেফতারি পরওয়ানা রয়েছে।
অপরদিকে শনিবার রাতে পৌর এলাকার শাহীবাগ থেকে বিদেশী পিস্তল ২৯ রাউন্ড গুলি ২টি তাজা বোমা এবং জেহাদী বইসহ গ্রেফতার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির প্রচার সম্পাদক সহ ৪জন। তারা শাহীবাগের মোকলেছুর রহমানের বাড়ীর ৫ম তলায় সম্প্রতি ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এ ঘটনায় অস্ত্র,বিস্ফোরক,নাশকতাসৃষ্টির চেষ্টাসহ বিভিন্ন আইনে সাভার থানায় একটি মামলা রুজু হয়।এ মামলায় আসামী করা হয়েছে ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন পৌর মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহকে ।নাশকতা সৃষ্টির চেষ্টা ও অস্ত্র আইনে দায়েরকৃত নতুন এ মামলায় বুধবার ভোরে সাভার পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আলহাজ্ব রেফায়েত উল্লাহকে গ্রেফতার করা হয়। রেফাত উল্লাহ বিভিন্ন মামলায় কয়েক দফায় দীর্ঘ হাজত বাস শেষে সম্প্রতি জামিনে মুক্ত হন। তিনি গত ৩দিন পূর্বে আদালতের নির্দেশে মেয়রের দায়িত্ব বুঝে নেন। তাদের উভয়কে রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
FB LIke Bottom
Sunday, October 25, 2015
সাভারে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন ও পৌর মেয়র রেফাতউল্লাহসহ ৪ শিবির নেতা গ্রেফতার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment