১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, খাদ্য দিবসে অামাদের অঙ্গিকার হউক, সকলের জন্য খাদ্যের নিশ্চয়তা ও খাদ্যের সুষম বন্টন, যারা কষ্টকরে খাদ্য উৎপাদন করে তাদের জন্য সাধুবাদ, যারা খাদ্যের অপচয় করে তাদের প্রতি ধিক্কার, অাসুন অামরা যার যার অবস্থান থেকে ক্ষুধা মুক্ত বিশ্বগড়তে কাজ করি, অাপনার অামার সকলের প্রচেষ্টায় গড়ে উঠতে পারে ক্ষুধাহীন বিশ্ব।
No comments:
Post a Comment