FB LIke Bottom

Tuesday, October 13, 2015

প্রীতি'কে হত্যাকারী ঘাতক ইজি বাইকের চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।।

দিনাজপুর সরকারী মহিলা কলেজের
সামনে ইজিবাইকের ধাক্কায় একাদশ
শ্রেণীর ছাত্রীর সড়ক দুর্ঘটনায় নিহত।
প্রতিবাদে আগুন জ্বালিয়ে সড়ক ও
মহাসড়ক অবরোধ। কয়েকটি যানবাহন
ভাংচুর। প্রায় আড়াই ঘন্টা সড়ক-
মহাসড়কে কোন যানবাহন চলাচল
করতে পারেনি।
জানা যায়, দিনাজপুর সরকারী মহিলা
কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রীতি
লতা রায় (১৭) পিতা বিরেন্দ্র নাথ
রায়, দক্ষিন বাউল গ্রাম, চিরিরবন্দর।
প্রীতি কলেজ শেষে কলেজের
সামনে রাস্তার পাশে তিন বান্ধবী
সহ দাড়িয়ে অপেক্ষা করছিল
অটোবাইকের জন্য। এসময় একটি
অটোবাইক দ্রুত গতিতে এসে
সরাসরি তাদের ধাক্কা দেয়।
এতে প্রীতি লতা রায় রাস্তার উপর
ছিটকে পড়লে তার মাথা পুরো
থেতলে গিয়ে মগজ বেরিয়ে যায়,
এতে প্রীতির গলায় বাইকের
একটি রড ঢুকে যায়। এ অবস্থায় ও
অটোটি তাকে নিয়ে বেশ কিছুদুর
চলে গিয়ে অটোটি থেমে যায়।
অটোটি ফেলে চালক পালিয়ে যায়।
প্রীতিলতা ঘটনাস্থলেই মৃত্যু বরন করে।
অপর এক ছাত্রীকে গুরুতর অবস্থায়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরন করা হয়েছে। এখবর মহিলা
কলেজে ছড়িয়ে পরার পর থেকেই
কলেজের ছাত্রীরা রাস্তায় নেমে
পড়ে মিছিল করতে করতে।
মহিলা কলেজের সামনে সড়ক ও
পলিটেকনিক্যাল ইনষ্টিটিউটের
মোড়ে মহ-সড়ক অবরোধ করে।
বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত
ছাত্রীরা সড়ক ও মহ-সড়ক
অবরোধ করে টায়ারে আগুন
জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
এসময় ছাত্রীরা বেশ কয়টি
ছোট যানবাহন ভাংচুর করে।
ওই সড়কে সকল প্রকার যানবাহন
চলাচল বন্ধ ছিল। ঘটনার সাথে
সাথে কোতয়ালী থানা পুলিশ ও
দাঙ্গা পুলিশ পলিটেকনিক্যাল
ইনষ্টিটিউট মোড় ও মহিলা কলেজ
মোড়ে মোতায়েন করা হয়।
ছাত্রীরা বিক্ষোভ কালে
শ্লোগান দেয়-
"নিরাপদ সড়ক চাই, হত্যাকারী
অটোচালকের শাস্তি ফাঁসী চাই,
নিরাপদে থাকতে চাই।"
দীর্ঘক্ষন সড়ক অবরোধ ও
বিক্ষোভের মাঝে কলেজের অধ্যক্ষ
ও শিক্ষকদের সহায়তায় এবং
পুলিশ হত্যাকারী অটোচালককে
গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে
প্রায় ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয়।
ছাত্রীদের এই বিক্ষোভের সময়
বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরাও
এসে যোগ দেয় এবং বিক্ষোভে
অংশ গ্রহন করে।
প্রীতি লতা রায়ের সহপাঠি
বর্ষা, জয় শ্রী রায় ও রুমা
আক্তার জানায়, পুজার কেনা
কাটা করার জন্য কলেজ শেষ
করে সে গ্রামের বাড়ীতে যাচ্ছিল।
তারা মেনে নিতে পারছেনা যে
তারা তাদের সহপাঠি প্রীতিলতা
রায় কে আর দেখতে
পাবেনা!!
প্রীতি'কে হত্যাকারী ঘাতক ইজি
বাইকের চালককে গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক শাস্তি চাই।।

No comments:

Post a Comment