FB LIke Bottom

Monday, October 12, 2015

হে শেখ মুজিবুর রহমান দেখে যাও এই সবুজ শ্যামল বাংলায়,

হে শেখ মুজিবুর রহমান
দেখে যাও এই সবুজ শ্যামল বাংলায়,
জেগেছে বাঙ্গালী জেগেছে ফসলের মাঠ ।
হে শেখ মুজিবুর রহমান
দুইশত তেরো বছর ছিলাম পরাধীন,
মহাবিশ্বে তুমিই করেছিলে মোদের স্বাধীন ।
হে শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ সেতো তোমারই দেয়া নাম,অক্ষুন্ন রাখবো এই দেশের মান সম্মান ।
হে শেখ মুজিবুর রহমান
তুমি জন্মেছিলে বলেই পেয়েছি স্বাধীন দেশ,শপথ নিলাম গড়বো তোমার স্বপ্নের সোনার বাংলাদেশ ।

No comments:

Post a Comment