হে শেখ মুজিবুর রহমান
দেখে যাও এই সবুজ শ্যামল বাংলায়,
জেগেছে বাঙ্গালী জেগেছে ফসলের মাঠ ।
হে শেখ মুজিবুর রহমান
দুইশত তেরো বছর ছিলাম পরাধীন,
মহাবিশ্বে তুমিই করেছিলে মোদের স্বাধীন ।
হে শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ সেতো তোমারই দেয়া নাম,অক্ষুন্ন রাখবো এই দেশের মান সম্মান ।
হে শেখ মুজিবুর রহমান
তুমি জন্মেছিলে বলেই পেয়েছি স্বাধীন দেশ,শপথ নিলাম গড়বো তোমার স্বপ্নের সোনার বাংলাদেশ ।
No comments:
Post a Comment