FB LIke Bottom

Sunday, October 18, 2015

শুভহোক শেখ রাসেল এর (৫১) তম জন্মদিন।

শুভহোক শেখ রাসেল এর (৫১) তম
জন্মদিন।
আংকেল আমাকে মেরোনা, আমি
ভিক্ষা করে খাব,
কখনো জাতিরজনক পরিবারের পরিচয়
দেবনা,
কথাগুলি সেই ছোট্র রাসেল করুন
আর্তনাদ জীবন
মৃত্যুার সন্ধিক্ষণে বেছে থাকার
আহাজারী। পাষান্ড
খুনিরা তবুও ক্লান্ত হননি, বলি হলেন
রাসেল, কি
অপরাধ ছিল অবুঝ শিশুটির ???? রাসেল
তুমি
তাদের কাছে হারিয়ে গেলেও বাংলার
ইতিহাস
হারিয়ে যেথে দেবেনা, তুমি আছ, তুমি
থাকবে
বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে, তোমার
মৃত্যুা
কোটি মানুষের প্রেরনা উদ্দীপনা,
আদর্শ, শিক্ষা
দিবে আবাহমান কাল যুগ থেকে
যুগান্তরে ।
(জয় বাংলা)

No comments:

Post a Comment