FB LIke Bottom

Monday, October 19, 2015

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কে দেখতে চাই

দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ কে দেখতে চাই
মাতৃ স্নেহে ক্ষমা করে দিন সুলতান মনসুর কে --------
মাননীয় নেত্রি,আপনার পাশে জাসদ নেতা হাসানুল হক ইনু।আপনার পাশে ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন।যেখানে থাকার কথা ছিল আওয়ামী পরিবারের কেউ।কিন্তু তারা কেউ নাই।আছে যারা তাদের ভুমিকা কি ছিল ৭৫ পরবর্তি সময়ে।ওয়ান ইলেভেনে অনেকে হয়তো ভুল করেছিলো আপনি ক্ষমা করে দিয়েছেন অনেকেই।আবার অনেকের কথা মনে গেথে রেখেছেন।আপনি বলেছিলেন ক্ষমা করবেন কিন্তু ভুলে যাবেন না।মা কখনও সন্তানের অনিষ্টকর কিছু চায়না সেই হিসাবে আপনিও চাইবেন না।মাননীয় নেত্রি আপনি মায়ের মতো, সন্তান ভুল করতে পারে।মা হয়ে সন্তান কে দুরে ঠেলে দিতে পারেন না।তুফায়েল,আমু সাহেবরা আপনাকে ভুল বুঝেছিলেন তাদেরকেও ক্ষমা করে আজ মন্ত্রিসভায় স্থান দিয়েছেন।ক্ষমা করা মহত্বের লক্ষন এটা আপনি প্রমান করেছেন।আজ আমি যার কথা বলছি তিনি ডাকসুর সাবেক ভিপি।তিনি সাবেক সংসদ সদস্য,তিনি আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।হয়তো বা তার কিছু ভুল আছে।আর সেই ভুলের জন্য তাকে এত বড় শাস্তি দিবেন না।তিনি তো কাদের সিদ্দিকির মতো বংগবন্ধুর আদর্শর কথা বলে দুর্নিতি করছেন না।ব্যাংক থেকে লোন তুলে ব্যাংকের সাথে প্রতারনা করছেন না।হয়তো এখনও আপনার সাড়া পাওয়ার অপেক্ষায় বসে আছেন।আমার খুব মায়া হয় যখন সুলতান মন্সুরের মুখের দিকে তাকাই।আমার মনে হয় বংগবন্ধুর পরে বংগবন্ধুর মুখের হুবহু মিল রেখে সুলতান মনসুরকে আল্লাহ বানিয়েছেন।যখন তার দিকে কেউ তাকাবে তখনই বংগবন্ধুর কথা মনে পড়বে এতে কোন সন্দেহ নাই।তাই মাননীয় নেত্রির কাছে আবেদন তাকে ক্ষমা করে আবার যেনো সক্রিয় করা হয়।মাননীয় নেত্রি এই সুলতান মনসুর সাহেবরা দলের জন্য দিনরাত পরিশ্রম করে আজ তারা সামান্য ভুলে কোন্ঠাসা হয়ে আছেন।আপনি মাতৃ স্নেহে আপনার সুলতান কে ক্ষমা করে দিন।
অনেক ধন্যবাদ , M Shamsul

No comments:

Post a Comment