FB LIke Bottom

Wednesday, October 28, 2015

সাভারে পোশাক কারখানা ও শো রুমে ডাকাতি, আহত ৮

সাভারে পোশাক কারখানা ও শো রুমে ডাকাতি, আহত ৮
দুদিনের ব্যবধানে আবারও সাভারে একটি পোশাক কারখানা ও শো রুমে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় পোশাক কারখানার ৮ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে সাভারে রাজফুলবাড়িয়া এলাকার ডেলিগেট গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানা ও একটি ইলেকট্রনিক্সের শো-রুমে এ ডাকাতি হয়। এদিকে, ওই এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পোশাক কারখানার মালিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডাকাতির ঘটনায় আহতরা হলেন, পোশাক কারখানার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর, মিজানুর রহমান, আলমগীর হোসেন, খায়রুল হোসেন, মুকলেছুর রহমান, সাইফুল ইসলাম, মিজান ও আমিনুল ইসলাম। আহত নিরাপত্তাকর্মীরা জানান, গতকাল মঙ্গলবার ভোর রাতে ২৫-৩০ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ওই পোশাক কারখানার দেয়াল টপকিয়ে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। পরে তারা ওই কারখানার সব নিরাপত্তকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার মেডিকেল সেন্টারে থাকা নগদ ১০ লাখ টাকা ও প্রায় দশ লাখ টাকা মূল্যের সুতা ও কাপড় দুটি ট্রাকে তুলে পালিয়ে যায়।
এ ঘটনার পর পরই ডাকাতদলের সদস্যরা পার্শ্ববর্তী আবির ইলেকট্রনিক্স নামের একটি শো-রুমে হামলা চালায়। এসময় ডাকাতদলের সদস্যরা ওই শো-রুমের তালা ভেঙে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী লুটে নেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উলে¬খ্য, গত রবিবার ভোরে একই এলাকার কসমেটিক্স ব্যবসায়ী সিরাজের দোকানে হামলা চালায় ডাকাত দলের সদস্যরা। এসময় দোকানের ভেতরে থাকা কর্মচারী আরিফ হোসেন (২৪) বাধা দিলে ডাকতরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও মালামাল লুটে নেয়। এ ঘটনার দুদিন পরেই আবারও পোশাক কারখানায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় ওই এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী রুবেল মিয়া ও সেলিম আহম্মেদসহ একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ডাকাতির ঘটনায় পুলিশের কাছে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পুলিশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে চুরি বলে উড়িয়ে দিচ্ছে। এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠান দুটিতে ডাকাতি না চুরি হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment