FB LIke Bottom

Thursday, October 15, 2015

ধামরাইয়ে সরকারি রাস্তার মাটি কেটে নিয়েছে হোপ বিক্সস প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে সরকারি রাস্তার মাটি কেটে নিয়েছে হোপ বিক্সস প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
মুহাম্মদ বাবুল হোসেন,ধামরাই
ঢাকার অদুরে ধামরাইয়ে সূতিপাড়া গ্রামের সরকারি রাস্তার মাটি বেকু দিয়ে কেটে নিয়েছে হোপ বিক্সস মালিক পক্ষ। এলাকার মেব্বার ও প্রভাবশালীদের ম্যানেজ করেই সরকারি ওই রাস্তার মাটি কেটেছে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এলাকার শত শত নারী-পুরুষ এক বিক্ষোভ মিছিল করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া গ্রামের ১২ ফিট পাশে সরকারি রাস্তার প্রায় দশ লাখ টাকার মাটি বেকু দিয়ে কেটে নিয়েছে হোপ বিক্সস মালিক আবিদ হোসেন ও ছামাদ এবং মাহাবুব। সরকারি ওই রাস্তার মাটি কাটার সময় এলাকাবাসী বাধা দিলে হোপ বিক্সস মালিক পক্ষ সূতিপাড়া ইউপি সদস্য ইমদাদুল হক ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এলাকাবাসীদের হুমকি দিয়ে বাধা দেওয়া থেকে বিরত রাখে। সরকারি ওই রাস্তার মাটি কেটে নেওয়ার প্রতিবাদে এলাকার শত শত নারী-পুরুষ এক বিক্ষোভ মিছিল করেছেন। এলাকাবাসী নাম প্রকাশ্যে অনচ্ছিক অনেকে জানান,হোপ বিক্সস মালিক আবিদ,মাহাবুব,ছামাদ স্থানীয় মেব্বার ও এলাকার প্রভাবশালীদে মোটা অংকের টাকা দিয়ে সরকারি ওই রাস্তার প্রায় দশ লাখ টাকার মাটি কেটে নিয়েছে। এলাকার একটি মাত্র রাস্তার মাটি বেকু দিয়ে কেটে নেওয়াতে তারা বেশ সম্যসায় পড়েছে। এ বিষয়ে হোপ বিক্সস মালিক ছামাদ হোসেন জানান,সরকারি রাস্তার মাটি আমরা মেব্বারকে বলে কেটেছি। এ ঘটনায় সূতিপাড়া ইউপি সদস্য ইমদাদুল হক বলেন,সরকারি রাস্তা কেটে নিয়েছে ঠিকই পরে তারা ভরাট করে দিবে। এবিষয়ে সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা জানান,সরকারি রাস্তা কেন কাটবে? আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখতেছি। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ডাক্তার শামীম রহমান বলেন,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে আলাপ করার পর বলা যাবে কি করা যায়। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলামের মোবাইল ফোনে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

No comments:

Post a Comment