বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: বজলুর রহমানের প্রথম মৃতু্যবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে |
কর্মসূচি :২০অক্টোবর'১৫, মঙ্গলবার, ১. সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরন এবং সকল স্তরের নেতা কর্মীদের কালো ব্যাজ ধারন |
২. সকাল ৯ টায় মিরপুরস্থ বুদ্ধিজীবি কবরস্থানে প্রয়াতের কবরে শ্রদ্ধ্যর্াঘ্য নিবেদন |
৩. বিকাল ৪ টায়, কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে | কেন্দ্রীয় কমিটির সকল সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতা কমর্ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা হলো |
৪. সকল জেলা, বিদেশ কমিটি, সকল সাংগঠনিক শাখা দিবসটিতে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালনের আহবান জানানো যাচ্ছে |
দিবসের কর্মসূচি সমন্বয় ও পালন সর্ম্পকিত উপ কমিটি:
১. ড. মোয়াজ্জম হোসেন মাতব্বর আমিনুল সহ সভাপতি, আহবায়ক
২. রাসেল মুনশী, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহবায়ক
৩. শেখ মো. ওমর ফারুক, সভাপতি, ঢাকা মহানগর ,দক্ষিণ, সদস্য সচিব
৪. ইঞ্জি. মজিবর রহমান, সভাপতি ,ঢাকা মহানগর, উত্তর, যুগ্ম সদস্য সচিব
৫. আলমগীর হোসেন, অর্থ সম্পাদক
৬. ওয়াদুদ মিয়া, প্রচার সম্পাদক
৭. এম এ আওয়াল, ত্রান ও সমাজকল্যান সম্পাদক
৮. নিশাতুর রহমান হান্নান, যুব ও ক্রীড়া সম্পাদক
৯. হাফেজ মাসুম, ধর্ম সম্পাদক
১০. নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক
১১. শেখ নুরুজ্জামান, সহ সভাপতি, ঢাকা মহানগর, দক্ষিণ
১২. জাবেরুল ইসলাম আপেল, সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর, উত্তর
১৩. শেখ শরিফ, উপ দপ্তর সম্পাদক
জয় বাংলা জয়,বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক
ধন্যবাদান্তে
কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত)
বঙ্গবন্ধু সৈনিক লীগ |
FB LIke Bottom
Saturday, October 17, 2015
বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো: বজলুর রহমানের প্রথম মৃতু্যবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হবে |
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment