হে মায়াবী হৃদয়হীনা তোমার প্রানে ছেয়ে
কত বার হৃদয় মোর উঠিয়াছে প্রেম গেয়ে
অতি আগ্রহ ভঁরে উল্লাস করেছে- তোমাকে নিয়ে এই মনে
কর বার ছেয়েছি আঁকড়ে ধরি মহিনী প্রেমের টানে
সুজলা সুফলা এমন সুন্দর দেশ
প্রভাত রুদ্দ্যের মতই তুমি অনন্ত অশেষ
তোমায় ছেয়ে এই মনে নৃত্য করেছে নিশিও জেগেছে নিঘুমে
কত বার মনে মনে করেছি আলিঙ্গন
জেগে থেকেই গিয়েছি আমি স্বপ্নে নির্বাসন
No comments:
Post a Comment