মেহেদি পাতা চাষ
গত বৃহসপতিবার সরেজমিনে গিয়েছিলাম সাভারের ভাকুর্তার গ্রাম গুলোতে। এলাকা ঘূরে দেখা গেছে যে এই এলাকার যুবক ও কৃষকেরা প্রায় ১ একর ৫০ বিঘা জমিতে অন্যান্য শাকসবজি ও ফসলের মতোই সারা বছর বাড়ির আশপাশে অনেক এলাকা নিয়ে চাষ করছে মেহেদির। মেহেদি চাষ করে আর্থিকভাবে সবাই সমৃদ্ধি লাভ করছে।মেহেদির ব্যবসা চলছে বহু বছর ধরে। আর এ ব্যবসায় হাত লাগান পরিবারের নারী, পুরুষ এমনকি স্কুল পড়ুয়া শিশুও। জমির মালিকরা বিভিন্ন চুক্তিতে ভাড়া দিচ্ছেন মেহেদি চাষির কাছে। রাজধানীর রায়ের বাজারে গড়ে উঠেছে আড়ত। এখানেই চাষিরা দিন শেষে মেহেদি বিক্রি করেন।
মার্চ -এপ্রিল মাসে এর চাষ করতে হয়। বেলে দোআশ মাটিতে মেহেদী চাষ করলে এর ফলন ভাল হয়। সারি সারি ৪-৫ ফিট কেল করে মেহেদি চাষ করতে হয়। ইউরিয়া, কম্পোস্ট সার, পর্যাপ্ত পরিমান পানি দিলে মেহেদি অনেক তাড়াতাড়ি বড় হয়। ১ম বছর লাগালে ২-৩ ফিট লম্বা হয়, ২য় বছর পর হতে ৪-৫ ফিট, ৩ বছর পর ৬-৭ ফিট পর্যন্ত লম্বা ও গোছালো হয়। একবার হয়ে গেলে ২-৩ মাস পর পর কাটা যায়। বৃষ্টির মওসুমে সবচেয়ে লাভবান হওয়া যায় অনেক দ্রত বাড়ে।
মেহেদি পাতাগুলো ঢাকার বিভিন্ন বাজারে যেমন; কৃষি মার্কেট, কাওরান বাজার, মিরপুর -১ কাচাবাজারে পাইকারি ও খুচরা বিক্রি করে থাকে। অনেক সময় প্যাকেট জাত কোম্পানি গুলোর মালিকেরা সরাসরি কৃষকদের কাছ থেকে মেহেদি পাতা কিনে নিয়ে যায়। মেহেদি চাষ করে,দেশের বেকারত্ব দূর করি,আমরা নিজেরা ও আর্থিকভাবে লাভবান হই।
Plz, মেহেদী চাষীদের যোগাযোগের নাম্বার দিন
ReplyDelete