চাঁদ জেগেছে আকাশে ;
কালো সাগরের জল আজ বড়ই স্বচ্ছ !
চাঁদ ভুল করে উড়ে যায়নি তো সেই কালো জলের স্বচ্ছতা বিশ্বাসহন্তার মত সমুদ্র ঢেউ জাগাতে ?
হয়তো তাই -----------! কিন্ত, দূরে কে যেনো দাঁড়িয়ে আছে।
পরীর মত জ্বল জ্বল করছে রূপখানি । ওহে ----কেগো তুমি?
আমায় বলছো..... ''? আমি স্বর্নকমল ।
একা একা কি করছো নদীর ধারে ?...~~~ঢেউ গুনছি।
বলছো কি গো ....... !! অবাক কান্ড!
এ অনন্ত চাঁদ দিব্যি আলো ছড়িয়ে যাচ্ছে সমুদ্র জলে।
আহা... কতোই না সুন্দর! চাঁদমুখি স্বর্নকমল।
ভাবতেই অবাক লাগছে ----+ কেনো সমুদ্রের পাড়ে এসে সাগরের প্রয়ান ঢেউ গুনে চলেছে।
বিধাতার দৃষ্ঠতা কি বুঝা বড় দ্বায়। হয়তো বা আশার দহনে উদবেল সে। জীবনের অবিরাম শান্তি স্থির করে সময়ের অনিবার উদ্ভাবনা এসে ভর করেছে । যাক,, আর ভাবতে পারছি না ! ওগো চাঁদমুখি বাড়ি ফিরে যাও ----;
চোখে আমার মুছে যায় ব্যথাতুর রুধির লিপিকা,,
জ্বলে উঠে অন্তহারা আকাশের স্বর্নকমল দীপশিখা ।
শুভ সকাল ।।
FB LIke Bottom
Sunday, October 25, 2015
চাঁদ জেগেছে আকাশে ; কালো সাগরের জল আজ বড়ই স্বচ্ছ !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment