Mahbub Khan
আগামী ১৯/১০/২০১৫ তারিখে মুন্সিগন্জ এর সাথে আমাদের বিভাগ পর্যায়ের প্রথম খেলা শুরু হবে। ঢাকা জেলার প্রতিনিধি হিসেবে আমরা (ধামরাই, charsungar ) অংশগ্রহন করায় ঢাকা জেলার সকলের কাছে দোয়া চাই। খেলাটি অনুস্ঠিত হবে নরসিংদী স্টেডিয়ামে। এক নজরে আমাদের পরিসংখ্যান,
মোট জয়- শেষ 26টির মধ্যে 25 টি macth।
পরাজয় -১ টি
গোল খেয়েছে-৩ টি।
গোল দিয়েছে- 48 টি,
দলের হলুদ কার্ড- ০ টি,
দলের বিপরীতে হলুদ কার্ড - ৫ টি
ছবিতে আছেন, ঢাকা জেলার প্রাথমিক shikkha অফিসার (বাম পাশ হতে) , ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক(ঢাকা),ডিডি (ঢাকা বিভাগ), ঢাকা জেলার ক্রীড়া অফিসার, উপজেলা shikkha অফিসার( ধামরাই), হেড টিচার, asist টিচার। নিচে খেলোয়ার গন। — with Anuwar Hossain
No comments:
Post a Comment