সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু ॥ মেয়র নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছে
হাবিবুর রহমান
বিগত সময়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নের জন্য দৌড়-ঝাঁপ দিতে দেখা গেলেও এবার দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বিধায় ইতিমধ্যেই সোনারগাঁয়ের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ দলের মনোনয়ন পেতে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এতে নির্বাচনী ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় প্রার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ভোটারদের একটি অংশ দলীয় প্রতীকে নির্বাচনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে হেভিওয়েট প্রার্থী সাদেকুর রহমান ভূঁইয়া নাকি এ্যাড. ফজলে রাব্বী কে হচ্ছেন নতুন পৌর পিতা? এ নিয়ে তর্ক-বিতর্কের ঝড় উঠেছে চা’র দোকানগুলোতে।
জানা গেছে, গত সোমবার মন্ত্রীসভায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্নের আইন পাশ হওয়ায় সম্প্রতি সোনারগাঁয়ের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ দলের মনোনয়ন পেতে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের কাছে দৌড়-ঝাঁপ শুরু করেছেন। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি থেকে যেসব প্রার্থীরা মনোনয়ন না পাওয়ার আশঙ্কা করছেন, তারা ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ফলে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে দলীয় প্রার্থীদের তুলোনায় স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে এখনও পর্যন্ত একক প্রার্থীর নামই শোনা যাচ্ছে। স্থানীয় সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের চাচা ও বর্তমান চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু এ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের প্রার্থী হবেন বলে দলীয় একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে সাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৫ নেতা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলী আকবর, যুবলীগ নেতা শেখ রুহুল আমীন ও ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবু হারেছ মাষ্টার। এছাড়া এ ইউনিয়ন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে কামরুজ্জামান ভূঁইয়া মাসুম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে একটি সূত্র জানিয়েছে।
পার্শ্ববর্তী জামপুর ইউনিয়নে আওয়ামী লীগপন্থী হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন যুবলীগ নেতা হামীম সিকদার শিপলু। এছাড়া বর্তমান চেয়ারম্যান শাহ মো. হানিফ জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য এমপি লিয়াকত হোসেন খোকার দ্বারস্থ হবেন বলে সূত্রে জানা গেছে।
নোয়াগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু। এছাড়া আওয়ামী লীগপন্থী ইউসুফ দেওয়ান দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালাতে পারেন বলে জানা গেছে।
সনমান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির জন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু। তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহিদ হাসান জিন্নাহ ও যুবলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম আমান দলীয় মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালাবেন বলে সূত্রে জানা গেছে। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন সাবু থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ঠজন এবং জাহিদ হাসান জিন্নাহ সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মুখ হিসেবে পরিচিত। তারা উভয়েই দীর্ঘদিন যাবত স্থানীয় জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার সাথে লিয়াজু করে চলছেন। কাজেই এ ইউনিয়নে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহল বিরাজ করছে।
বারদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের ঘনিষ্ঠজন যুবলীগ নেতা কামাল হোসেন ও থানা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক বাবুল। তাছাড়া স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন আমিনুল ইসলাম ভূঁইয়া। আর বিএনপির সমর্থনে প্রতিদ্বন্দ্বীতা করার সম্ভাবনা রয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের পিএস খ্যাত সেলিম হোসেন দিপু।
বৈদ্যেরবাজার ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন বর্তমান চেয়ারম্যান মাহবুব সরকার, ডা. আব্দুর রউফ বা কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোবায়েত হোসেন শান্ত। পিরোজপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্তির জন্য চেষ্টা চালাচ্ছেন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রাপ্তির আশা করছেন এমপি লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অখিল উদ্দিন। এছাড়া বিএনপির সমর্থনে প্রার্থী হতে পারেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম।
শম
FB LIke Bottom
Friday, October 16, 2015
সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়-ঝাঁপ শুরু ॥ মেয়র নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment