“বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ সহায়তা দেবে জাপান, ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা।“
//বৃহস্পাতিবার সকালে জাপান থেকে ফিরে ঢাকায় বিমান বন্দরে নেমেই প্রধানমন্ত্রীর এদিক ওদিক খুঁজতে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের। অনেকের চোখেই বিষ্ময় ও প্রশ্ন কেনোই তাদের খুঁজছেন প্রধানমন্ত্রী?
কর্মকর্তারা সামনে আসলে প্রধানমন্ত্রী জানতে চাইলেন, কোনো প্রকল্প বাদ পড়েছে কী না। বিদেশ থেকে আসা অর্থগুলোর যাতে সদ্ব্যবহার হয় তা নিশ্চিত করতেই প্রয়োজনীয় কিছু বাদ থাকলো কি না সেটা প্রথমেই জানতে চাইলেন প্রধানমন্ত্রী।
এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠত্ব। //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বাংলাদেশের অর্জনঃ
-জাপান বাংলাদেশকে আগামী ৫ বছরে ৪৬ হাজার কোটি টাকা অনুদান দেবে।
-গঙ্গা ব্যারেজ, যমুনা নদীর নিচে বহুমুখী টানেল, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেল সেতু নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস এবং ঢাকার চারটি নদী পুনরুদ্ধারসহ কয়েকটি বড় প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে।
-জাপান ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তাও দেবে বাংলাদেশকে। তাও নামমাত্র দশমিক ০১ শতাংশ সুদে।
-বাংলাদেশের তরফ থেকে চট্টগ্রাম ইপিজেডে জাপানের বিনোয়োগকারীদের জন্য ৫০০ একর জায়াগা দেওয়া হবে ।
সৌজন্যেঃ বাংলা নিউজ।
সুদৃঢ় হোক বাংলাদেশের অর্থনীতি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
FB LIke Bottom
Tuesday, October 20, 2015
“বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ সহায়তা দেবে জাপান, ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার কোটি টাকা।“
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment