ঘোষনা দিয়েও কাদের সিদ্দিকীর হরতাল প্রত্যাহার
নিউজ ডেস্ক:ওবাইদুল খান
মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে হরতাল ডাকার তিন ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।কাদের সিদ্দিকী বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে দুপুর একটার দিকে সংবাদ সম্মেলন করে আগামীকাল বুধবার টাঙ্গাইলে হরতাল পালনের ঘোষণা দেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র কিনে জমা দিয়েছিলেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী। কিন্তু ১০ কোটি ৮৮ লাখ ২৬,৪২৩ টাকা ঋণখেলাপির দায়ে মঙ্গলবার দুপুরে তাদের
মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান। এর প্রতিবাদে বুধবার হরতালের ঘোষণা দেওয়া হয়। এর আগেও একই অভিযোগ কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তাই এবার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী মনোনয়নপত্র দাখিল করেন। রবিবার বিকেল পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করছে না। উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।
FB LIke Bottom
Tuesday, October 13, 2015
ঘোষনা দিয়েও কাদের সিদ্দিকীর হরতাল প্রত্যাহার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment