FB LIke Bottom

Friday, October 16, 2015

নূর হোসেনকে ফেরানোর পথ খুলল
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত।
তার বিরুদ্ধে ভারত সরকারের দায়ের করা অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেওয়ার আবেদন মঞ্জুর করে উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সন্দীপন চক্রবর্তী শুক্রবার এই আদেশ দেন।
বারাসাতের এ আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে বলেন, “বাংলাদেশে নূর হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় ভারত সরকার তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে তার বিরুদ্ধে থাকা পাসপোর্ট আইনের মামলাটি তুলে নিতে ভারতীয় দণ্ডবিধির ৩২১ নম্বর ধারায় আবেদন করা হয়েছিল, আদালত তা মঞ্জুর করেছে।”
দেড় বছর চেষ্টার পর নূর হোসেনকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা গেলে তিনিই হবেন ভারত ও বাংলাদেশের মধ্যে আসামি প্রত্যর্পণে করা ‘বহিঃসমর্পণ চুক্তির’ পরে দেশে ফেরা প্রথম ব্যক্তি।

No comments:

Post a Comment