FB LIke Bottom

Saturday, October 17, 2015

সাভারে প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সাভারে প্রাইম হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সাভার থানা রোডের প্রাইম হাসপাতালে গতকাল শনিবার ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ঘটেছে। এ ঘটনায় ওই প্রসূতির আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতাল ঘেরাও করে ভাংচুর চালায়। পরে রোগির স্বজনদের সাথে হাসপাতালের কর্তৃপক্ষের রফাদফা হলে প্রসূতির লাশটি পরিবারে স্বজনরা বাড়িতে নিয়ে যায়। এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার গোস্ত ব্যবসায়ী হানিফ মিয়ার স্ত্রী প্রসব যন্ত্রণায় কাতর হলে সাভার পৌর এলাকায় থানা রোডে প্রাইম হাসপালে নিয়ে ডা: খালেদা খাতুন (এ্যানি)ও কাছে নিয়ে আসেন। পরে ডা: খালেদা খাতুন (এ্যানি) তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বললে রোগির স্বজনরা প্রসূতি আরিফা বেগম (৩৫) কে হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রসূতিকে অস্ত্রোপচার করেন ডা: খালেদা খাতুন (এ্যানি)। সিজারের মাধ্যমে আরিফা বেগমের একটি পুত্র সন্তান হয়। এরপর থেকে প্রসূতি আরিফার পেট ব্যথা ও খিঁচুনি হয়ে রক্তক্ষরণ শুরু হয়। প্রসূতি আরিফার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের গাড়িতে করে প্রসূতি আরিফাকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আরিফা। এদিকে আরিফা মারা গেলে হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে প্রসূতির আত্মীয় স্বজনকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে প্রসূতির লাশটি তার

No comments:

Post a Comment