৯৩ দিন জ্বালাও- পোড়াও করে নাকে খত দিয়ে বিএনপি নেত্রী বাড়ি ফিরেছেন। এতিমদের টাকা আত্মসাত করে আদালতে হাজিরা দিচ্ছেন। এখন বিদেশে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৯৩ দিন জ্বালাও- পোড়াও করে নাকে খত দিয়ে বিএনপি নেত্রী বাড়ি ফিরেছেন। এতিমদের টাকা আত্মসাত করে আদালতে হাজিরা দিচ্ছেন। এখন বিদেশে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় একথা বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন।
শেখ হাসিনা বলেন, খালেদা-তারেক দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায় কিন্তু এ দেশের মানুষ তা হতে দেবে না। তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
এ সময় প্রধানমন্ত্রী দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান।
বগুড়ার মানুষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের একজন পুত্রবধূ রয়েছে। তার রয়েছে এক কুলাঙ্গা সন্তান।তাদের বলুন, আগামীতে জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ পরিণত হবে বাংলাদেশ।
তিনি বলেন, বগুড়া থেকে আমরা ২/১ টি আসন পেলেও উন্নয়নের বিষয়ে অবহেলা করেনি। আমরা মানুষকে কখনই অবহেলা করি না। বগুড়ার উন্নয়নে আওয়ামী লীগ অনেক কাজ করেছে। আগামীতেও করবে।
শেখ হাসিনা আরও বলেন, আমরা বগুড়ায় বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলাম কিন্তু তারা তা করতে দেয়নি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ প্রকল্পের উদ্বাধন করেন ও ১৫ প্রকল্পের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
FB LIke Bottom
Saturday, November 14, 2015
৯৩ দিন জ্বালাও- পোড়াও করে নাকে খত দিয়ে বিএনপি নেত্রী বাড়ি ফিরেছেন। এতিমদের টাকা আত্মসাত করে আদালতে হাজিরা দিচ্ছেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment