FB LIke Bottom

Monday, October 19, 2015

আমার কোন নেতা হবার শখ নেই, যেভাবে আছি সে ভাবেই দলের জন্য,

আমার কোন নেতা হবার শখ নেই, যেভাবে আছি সে ভাবেই দলের জন্য, আওয়ামীলীগ এর জন্য, বঙ্গবন্ধুর জন্য শেখ হাসিনার জন্য,
আমাদের দেশের উন্নয়ন কামনায়, জনগণের কল্যানের জন্য যতটুকু পারি করে যাবো।
ধান্ধাবাজি, পকেটলীগ থেকে গ্রুপিং থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, বঙ্গবন্ধুর
আদর্শ অনুসরণ করে রাজনীতির মাঠে খেলতে চাই, যাতে যদি কোনদিন হেরেও যায় দুঃখ না থাকে।

No comments:

Post a Comment