FB LIke Bottom

Tuesday, October 13, 2015

আশুলিয়ায় শ্রমিক নিহতের জের ॥ অবরোধ, ভাংচুর ও অগ্নি সংযোগ

আশুলিয়ায় শ্রমিক নিহতের জের ॥ অবরোধ, ভাংচুর ও অগ্নি সংযোগ
স্টাফ রিপোর্টার
আশুলিয়ার শিমুলতলা এলাকায় বাস চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আর এ মৃত্যুকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে ফুসে উঠে পুরো আশুলিয়া শিল্প এলাকা। প্রতিবাদে তার সহকর্মীরা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে নেমে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে দুইটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় মহাসড়কটিতে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত ওই শ্রমিকের নাম মোসাঃ ফুলবানু (২০)। তার গ্রামের বাড়ী টাংগাইল জেলায়। সে পলমল গ্রুপের আয়েশা কেøাথিং এর সুইং সেকশনের অপারেটর হিসেবে কর্মরত ছিলো।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৮টার দিকে ফুলবানু তার কর্মস্থল পলমল গ্রুপে যোগ দিতে জামগড়ার তার ভাড়া বাড়ি থেকে পায়ে হেটে রওনা দেন। তিনি তার কর্মস্থলের প্রধান ফটকের সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়ক পার হওয়ার সময় গ্রামীন পরিবহনের একটি মিনিবাস সিগন্যাল অমান্য করে কয়েকজন শ্রমিকের ওপর তুলে দেয়। এসময় ঘটনাস্থলেই ফুলবানুর মৃত্যু হয়, আহত হয় অপর পাঁচ শ্রমিক। পরে আহতদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এ খবর পলমলসহ আশপাশের কারখানা গুলোতে ছড়িয়ে পড়লে শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে ও দুই মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে যানবাহনের আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশের ব্যপক সংখ্যক সদস্য একত্রে ধাওয়া দিয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পলমলসহ আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষনা করে কতৃপক্ষ।
এদিকে প্রায় দুই ঘন্টা মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন পরিবহনের যাত্রীরা। এসময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেকেই ভোগান্তি এড়াতে বিকল্প সড়ক অবলস্বন করেন।
শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিন কাদির জানান, ঘাতক বাসটি আটক করতে পারলেও তার চালককে আটক করা সম্ভব হয়নি। তাকে আটক করতে এরই মধ্যে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে পুরো শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

No comments:

Post a Comment