FB LIke Bottom

Thursday, October 15, 2015

গাইবান্ধায় এমপি লিটন সমর্থকদের সঙ্গে পুলিশের সাথে সংঘষ

গাইবান্ধায় এমপি লিটন সমর্থকদের সঙ্গে পুলিশের সাথে সংঘষ
নিউজ ডেস্ক:ওবাইদুল খান
শিশু সৌরভকে গুলি করে আহত করার মামলায় গ্রেপ্তার গাইবান্ধা সুন্দরগঞ্জের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাতে আদালতে নেওয়া হয়েছে। এদিকে, এমপি লিটনকে আদালতে নেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তার সমর্থকরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিনি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার রাত সোয়া ১০টার দিকে উত্তরার একটি বাসা থেকে এমপি লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি। রাতেই রওনা হয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড় এলাকায় এমপি লিটনের
ঢাকা মহানগর ডিবি। রাতেই রওনা হয়ে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিবি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। গত ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড় এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় শাহাদাত হোসেন সৌরভ নামের এক শিশু। সে সময় লিটন মদ্যপ অবস্থায় ছিলেন। ওই ঘটনায় মামলা করার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এ ঘটনার পর এমপির ব্যবহার করা পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া তাকে তিনটি কলেজের সভাপতির পদ থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। গত ১২ অক্টোবর শিশু সৌরভের দুই পায়ে গুলি করার মামলায় এমপি লিটন আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট তা খারিজ আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এরপর গত মঙ্গলবার এ নির্দেশ স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। পুলিশ যেন তাকে গ্রেপ্তার করতে পারে, সেজন্য আপিল বিভাগে এ আবেদন জানানো হয়। বুধবার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের আত্মসমর্পণের নির্দেশ স্থগিত করে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আদেশ দেন। ফলে তাকে গ্রেপ্তারে পুলিশের সামনে আর কোনো বাধা ছিল না।

No comments:

Post a Comment