কুড়িগ্রামে সুইট জ্যাম্বু ঘাস চাষে কৃষকরা লাখপতি : ( সফল কৃষক ও চাষ পদ্ধতি )
যারা গবাদি পশু পালন করতে চান তাদের জন্য এই পোষ্টটি।
কুড়িগ্রামের নুনখাওয়া ও যাত্রাপুর ইউনিয়ন দু'টির দুর্গম চরে কয়েকটি গ্রামে অষ্ট্রেলিয়ায় উদ্ভাবিত 'সুইট জ্যাম্বো' হাইব্রীড জাতের ঘাস চাষ করে অর্ধশত কৃষক লাখপতি হয়েছেন।
নুনখাওয়া ইউনিয়নের চরকাপনা, বারোবিশ, বুড়াবুড়ি, গরুভাষা, টাপুরচর ও যাত্রাপুর ইউনিয়নের রোলাকাটা, ভগবতিরচর আলোর চর, ঝুনকার চর, খাসের চরের প্রায় ৬০ জন কৃষক বাণিজ্যিকভাবে হাইব্রিড সুইট জাম্বো ঘাস চাষ করে লাখপতি হবার পাশাপাশি আপদকালীন সময়ে গবাদিপশুর খাদ্য সঙ্কট মেটাচ্ছেন। জেলার প্রায় সাড়ে ৪শ' একর জমিতে ৭০হাজার টন ঘাস চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নুনখাওয়ার চর কাপনার কৃষক মোবারক হোসেন, আবুল হোসেন, সোলেমান ও রাসেদুল জানান তারা প্রতিজনই তিন বিঘা করে জমিতে ঘাস চাষ করতে খরচ করেছেন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা। বীজ বপনের ৫০ দিনের মাথায় প্রথম দফা ঘাস কেটে প্রতিকেজি ৩ টাকা হারে বিক্রি করেন ৩৫হাজার টাকা। এই ঘাস প্রতি শতাংশে উৎপাদন হয় ১০/১১ মন। ঐ ঘাসের মুড়া থেকে পুণরায় গজানো ঘাস এক মাস পর পর অর্থাৎ ৫/৬ দফা বিক্রি করা হয়। কৃষকরা ৩ মাসে এক বিঘা জমি থেকে আয় করেন ৩৫ হাজার টাকা।
কৃষক মোবারক জানান, সুইট জাম্বো ঘাসের কাণ্ড রসালো নরম ও সুস্বাদু। গবাদিপশুর খাদ্যের জন্য এর চাহিদা দিনদিন বেড়েই চলেছে। মোবারক বলেন 'মুই তিন খন্দ (মওসুম) থাকি তিন বিঘা জমিতে ঘাস আবাদ করি তা বেচায়ে দুই আড়াই লাখ টাকা জমাইছোং'। কৃষক আবুল বলেন, 'ঘাস বেচে মুই দুই লাখ টাকা দিয়া জমি বন্ধক নিছং'।
স্থানীয় এনজিও সূত্র জানায়, ডিএফআইডি, ইউএসএইড এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে চর জীবিকায়ন (সিএলপি) কর্মসূচির কারিগরি পরামর্শে ঘাসচাষ বাস্তবায়িত হচ্ছে। কৃষকের নিজের গরুর খাদ্য যোগানোর পাশাপাশি ১২ হাজার টাকা উৎপাদন ব্যয় বাদ দিয়েও গড়ে অন্তত ৭৫হাজার টাকা করে মুনাফা করছেন। সহয়তাকারী সংস্থা আইডিই বাংলাদেশ সিএমডিআই প্রকল্পের বিজনেজ ডেভলপমেন্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুস সালাম জানান, কারিগরি সহায়তা পেয়ে চরের অধিকাংশ কৃষক এখন গোখাদ্য হিসেবে জাম্বু ঘাস চাষ করে বিক্রি করছেন।
কুড়িগ্রাম জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, চরাঞ্চলের কৃষকরা সুইট জাম্বো ঘাস চাষ করে অধিক মুনাফা পাচ্ছেন। তাদের গরুকে মোটাতাজাসহ বন্যাকালীন সময়ে গো-খাদ্য সঙ্কট কাটিয়ে ওটার সম্ভাবনা জাগিয়েছেন।
========================================================
জ্যাম্বু ঘাসের চাষ পদ্ধতি :
জাম্বো ঘাস :
দুগ্ধ খামারীদের মধ্যে জাম্বো ঘাসের চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভাঙ্গুড়া উপজেলা পাবনা জেলার একটি ছোট উপজেলা যা প্রায় প্রতি বছর বন্যা কবলিত হয়ে থাকে। ফলে কৃষকদের গাভী পালনে খুব সমস্যা দেখা দেয়। এতদ্বসত্বেও তারা অন্ততপক্ষে গোয়াল ঘরের স্থান বন্যামুক্ত রাখার জন্য মাটি ফেলে উঁচু করেছে। বন্যার পানি সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে এবং অক্টোবর থেকে আবার নামতে শুরু করে। ফলে, কৃষকরা তাদের জমিতে মাস কলাই, খেসারী ইত্যাদি ছিটিয়ে বপন করে যা গরুকে খাওনোই ছিল তাদের ঐতিহ্য।
কিন্তু গত ২০০৭ সালে কৃষকরা উচ্চ মূল্যে যে মাস কলাই ও খেসারী বীজ ক্রয় করে বপন করেছিল তা পর পর দু’বার বন্যার পানিতে ডুবে তাদের মারাত্নক আর্থিক ক্ষতি হয়। কৃষকরা এতে অত্যন্ত হতাশাগ্রস্থ হয়ে পড়ে এবং গাভী পালনের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে উঠতে থাকে।
এই অবস্থায় তাদেরকে উচ্চ ফলনশীল ঘাস চাষের প্রতি আহবান জানানো হয়। এরই ফলশ্রুতিতে এখানে উচ্চফলনশীল জাম্বো ঘাস চাষ শুরু হয় ব্যাপকভাবে। কৃষক ভাইয়েরা নতুন ঘাস জাম্বো চাষ করে আর্থিকভাবে যথেষ্ট লাভবান হয়েছেন। জাম্বো ঘাস একটি স্থায়ী সবুজ ঘাস যা যে কোনো আবহাওয়াতে জন্মাতে পারে। তবে যেখানে অল্প বৃষ্টিপাত হয় সেখানে ভাল হয়।
জাম্বো ঘাস চাষ প্রক্রিয়া :
মাটি :
বেলে মাটি ব্যতীত সব ধরনের মাটিতেই জাম্বো ঘাস চাষ করা যায়। তবে এটেল ও দোআঁশ মাটিতে ফলন বেশি হয়। মাটির PH ৬-৮ এর মধ্যে হলে ভাল হয়।
বপনের সময় :
সারা বৎসর এই ঘাস চাষ করা যায়। তবে নভেম্বর-ডিসেম্বরে চাষ করলে বন্যার পানি আসার পূর্ব পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ বার কাটা যায়।
জমি তৈরি :
২-৩ বার মাটি চাষ করে ঘাস রোপণ করলে ভাল ফলন পাওয়া যায়।
বপন পদ্ধতি ও বীজের পরিমাণ :
এই ঘাসের বীজ ১ ফুট পরপর লাইন করে ৬ ইঞ্চি পরপর ২টি বীজ প্রতি গর্তে বপন করা যায়। এছাড়া ছিটিয়েও বপন করা যায়। প্রতি বিঘা জমিতে লাইন করে বপন করলে ৩-৪ কেজি বীজ লাগে। এছাড়া ছিটিয়ে বোনা হলে ৫-৬ কেজি বীজের দরকার হয়।
সার প্রয়োগ :
বিঘা প্রতি গোবর সার ১৫০০-২০০০ কেজি, ডিএপি সার ১৫-২০ কেজি ও ইউরিয়া সার ৫ কেজি প্রয়োগ করতে হয়। প্রতি মাসে ঘাস কাটার পর ৫ কেজি ইউরিয়া সার ছিটিয়ে সেচ দিলে ভাল ফলন পাওয়া যায়।
কাটিং :
বপন করার ৪৫/৫০ দি
FB LIke Bottom
Wednesday, October 14, 2015
কুড়িগ্রামে সুইট জ্যাম্বু ঘাস চাষে কৃষকরা লাখপতি : ( সফল কৃষক ও চাষ পদ্ধতি ) যারা গবাদি পশু পালন করতে চান তাদের জন্য এই পোষ্টটি।
Subscribe to:
Post Comments (Atom)
সুইট জাম্বুর কাটিং কিভাবে পাওয়া যায়? 00966564053704 (imo+WhatsApp)
ReplyDelete