ব্রেকিং! ব্রেকিং!! ব্রেকিং!!!
বিশ্বস্ত সূত্রে জানা গেছে লন্ডনের এক অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়েছে খালেদা জিয়া। তিনি আর দেশে ফিরতে রাজি হচ্ছেন না। এই নিয়ে গত কয়েকদিন তারেকের সাথে তুমুল বাক বিতন্ডা হয়েছে তার। ঝগড়ার এক পর্যায়ে, তিনি উত্তেজিত হয়ে তারেক কে দেশে ফিরতে বলেন। তিনি তারেককে অভিযুক্ত করে বলেন, তার বুদ্ধিতে চলতে গিয়ে আজ দলের এই বেহাল অবস্থা। কিন্তু দায়িত্ব সব খালেদার ঘাড়ে পড়ছে। এভাবে চললে, ইতিহাসে খালেদার নাম কলংকিত হয়ে থাকবে আর সেই দায় নিতে তিনি রাজি নন। তারেক তীব্র প্রতিবাদ করে বলে, খালেদা যেনো শীঘ্রই দেশে ফিরে তীব্র ও সহিংস আন্দোলন আবার শুরু করে। সরকার পতন হলেই তারেক নির্বাচনের জন্য দেশে ফিরবে। কিন্তু খালেদা এতে রাজি না হলে, তারেক তাকে বেরিয়ে যেতে বলে। রাগে ক্ষোভে খালেদা তার ঘনিস্ঠদের মাধ্যমে একটি বাসা ভাড়া নেয়। জানা গেছে তিনি দেশে ফিরবেন যদি সরকার পতন হয় অথবা যদি তারেক সাথে আসে। অন্য কোনো অবস্থাতেই তিনি দেশে ফিরতে রাজি নন। এদিকে মাতা পুত্রের সম্পর্কের এই টানাপোড়েনে বিএনপির কর্মী সমর্থকেরা অসম্ভব হতাশ।
FB LIke Bottom
Sunday, October 18, 2015
ব্রেকিং! ব্রেকিং!! ব্রেকিং!!! বিশ্বস্ত সূত্রে জানা গেছে লন্ডনের এক অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়েছে খালেদা জিয়া। তিনি আর দেশে ফিরতে রাজি হচ্ছেন না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment