FB LIke Bottom

Saturday, October 17, 2015

ব্রিটিশ রানীর দেয়া খেতাব বাংলার বাঘ। পূর্ন নাম আবুল কাশেম ফজলুল হক।

ব্রিটিশ রানীর দেয়া খেতাব বাংলার বাঘ। পূর্ন নাম আবুল কাশেম ফজলুল হক। সংক্ষিপ্ত গর্জিয়াস নাম, শের ই বাংলা এ কে ফজলুল হক। এক কথায় শেরে বাংলা। পৃত্রি পুরুষের বাড়ী ঝালকাঠির সাথুরিয়ার মিয়া বাড়ী। বরিশালের বানাড়ীপারার চাখারের কাজী বাড়ী মামা বাড়ীতে জন্ম। চাখার এবং শেরে বাংলা। শের ই বাংলা এবং চাখার। একটির পরিপুরক অন্যটি। অনেক সম্ভ্রান্ত এবং বংশীয় ফ্যামিলীর মানুষের বসবাস এই চাখারে। এখন মোদ্দা কখা হলো সেই চাখারের এখন অবস্থা কি? শেরেবাংলার সৌজন্যে, চাখারের শেরে বাংলা ফজলুল হক কলেজ বহু আগেই সরকারী করা হয়েছে। শেরে বাংলার নামে মাত্র একটা যাদু ঘর আছে এখানে। কিন্তু তাতে আকর্ষনীয় তেমন কিছুই নাই। অথচ কিনা হইতে পারত এখানে। শেরে বাংলার সৌজন্যে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান, হতে পারত চাখার।
বরিশাল থেকে চাখার যাওয়ার সরাসরি যোগাযোগের কোন বাহন নাই। সরকারী কলেজের সৌজন্যে কোনদিন একটা কলেজ বাস ও দেখি নাই। এখন যদিও দু একটা থেকে ও থাকে তাও প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
এখন সময় এসেছে চাখারের জন্য কিছু করার। কারন পর্যটনের মন্ত্রী এখন আমাদের বরিশালের মানুষ। জননেতা জনাব রাশেদ খাঁন মেনন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী তিনি। এখন কিছু না হলে আর কোনদিন হবার সম্ভাবনাও নাই। বরিশাল থেকে বানারীপারা পর্যন্ত যাইতে, প্রথমেই বার ভূঁইয়া খ্যাত রাজা কদর্পনারায়নের খনন কৃত ঐতিহাসিক দূর্গাসাগর। নয়নাভিরাম দূর্গাসাগর। যুগযুগ ধরে ঐতিহাসিক পর্যটন এলাকা, দীর্ঘদিনেও অবকাঠামোগত তেমন কিছুই গড়ে উঠেনি, দূর্গাসাগর বাউন্ডারির মদ্ধে । অথবা দূর্গাসাগর যে স্থানে অবস্থিত সেই মাধবপাশায়। তিন কিলোমিটার সামনে আগালেই বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে, সরদার সরফুদ্দিন আহম্মেদ সান্টু প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স। যাহা (সান্টুরমসজিদ) নামে খ্যাত। অপুর্ব দর্শনীয় স্থান। সারা দেশ থেকে মানুষ আসে এই মসজিদ দেখার জন্য। যা বলতে ছিলাম চাখার, এই মসজিদ থেকে আর তিন কিলোমিটার সামনে গেলেই চাখার। দূর্গাসাগর,সান্টুরমসজিদ, চাখার এবং শেরই বাংলা,এই চারটা ঐতিহাসিক বিষয় নিয়ে গড়ে উঠতে পারে, আলোরিত, আলোচিত,আলোকিত বাংলাদেশের অন্যতম এক পর্যটন কেন্দ্র। প্রিয় পাঠক বৃন্দ যারা এই লেখাটা পরবেন, প্লিজ এ লেখার গুরুত্ব ও তাৎপর্য বুঝার চেষ্টা করবেন। কারো যদি কোন ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেহ সাংবাদিক থেকে থাকে তাদেরকে এই লেখাটা সম্পর্কে বলবেন,প্রয়োজনে
শেয়ার করে তাদের দেখাবেন। কার যদি প্রশাসনে, অথবা এম পি,মন্ত্রী, অথবা মেনন ভাইর কাছাকাছি যারা আছেন,তারা অবস্যই তার নলেজে বিষয় টি নেয়ার চেষ্টা করবেন। আমি বরিশাল বাবুগঞ্জের ছেল,আপনাদের ভাই, আমাকে যদি মনে করেন দরকার, সবসময়ই,সব কাজে আমাকে পাবেন। ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment