ধামরাইয়ে এনজিওর ম্যানেজারের মটরসাইকেল ছিনতাই
মুহাম্মদ বাবুল হোসেন,ধামরাই
ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কচমচ এলাকায় এসডি আই এনজিওর ম্যানেজার আলী আজগরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডিসকভার মটরসাইকেল ছিনতাই করেছে একদল ছিনতাইকারি। বর্তমানে তিনি ধামরাই ঢুলিভিটা সেফ লাইফ ক্লিনিকে চিকিসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে।
আলী আজগর ও এলাকাবাসী জানান,উপজেলা শ্রীরামপুর গ্রামের নরুল ইসলামের ছেলে এসডি আই এনজিওর মানিকগঞ্জ শাখার ম্যানেজার আলী আজগর গত শুক্রবার রাত ৯ টার দিকে মানিকগঞ্জ থেকে ধামরাই আসতে ছিলও। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় পৌচ্ছালে একদল মুখোশদারি ছিনতাইকারি আলী আজগরকে চাইনিজ ছেন দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে তার ডিসর্কভার ১৩৫ সিসি মটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢুলিভিটা সেফ লাইফ ক্লিনিকে ভর্তি করেন। এলাকাবাসীর অভিযোগ মহাসড়কে পুলিশে টহল ও চেকপোষ্ট না থাকার কারনে ছিনতাই,চুরি,ডাকাতি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য ঢাকা-আরিচা মহাসড়কের ওই কচমচ এলাকায় মাঝে মধ্যে মটরসাইকেল ছিনতাই হয়। এছাড়াও গত ১৫ দিনে ধামরাই থানার আশ-পাশ এলাকা থেকে ১০টি মটরসাইকেল চুরি হয়েছে। চুরিকৃত একটি মটরসাইকেলও পুলিশ উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে ধামরাই থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন জানান,ছিনতাইকারিদের গ্রেফতার ও মটরসাইকেলটিও উদ্ধার চেষ্টা অব্যহত রয়েছে
FB LIke Bottom
Saturday, October 17, 2015
ধামরাইয়ে এনজিওর ম্যানেজারের মটরসাইকেল ছিনতাই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment