ধামরাইয়ে ক্যারাম খেলার নামে চলছে জুয়া
ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার বাথুলি,বারবাড়িয়া,বালিয়া,কালিঘাট,চৌরাস্থা,কাওয়ালীপাড়া নবগ্রাম বাজার,কুশুরা,ধানতারা,গোমগ্রাম বাজার,সূয়াপুর বাজার,জয়পুরা বাসষ্ট্যান্ডসহ পৌরসভার কুমরাইল,কায়েতপাড়া,ঢুলিভিটা,চন্ডাইল,ধামরাই বাজার চলছে প্রকাশ্যে ক্যারাম খেলার নামে জুয়া খেলা। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ জুয়া খেলার সাথে সম্পৃক্ত থেকে নষ্ট করছে নিজের ছাত্র জীবন। পুলিশ প্রশাসন যেন দেখেও না দেখার ভান করে বসে রয়েছে।
জানা গেছে, বাথুলি,বারবাড়িয়া,বালিয়া,কালিঘাট,চৌরাস্থা,কাওয়ালীপাড়া নবগ্রাম বাজার,কুশুরা,ধানতারা,গোমগ্রাম বাজার,সূয়াপুর বাজার,জয়পুরা বাসষ্ট্যান্ডসহ পৌরসভার কুমরাইল,কায়েতপাড়া,ঢুলিভিটা,চন্ডাইল,ধামরাই বাজার চলছে প্রকাশ্যে ক্যারাম খেলার নামে বেপরোয়া জুয়া খেলা। ওই ক্যারাম নামে জুয়া খেলার বিরোদ্ধে অভিযোগ করে এলাকার সচেতন মহল জানান, ওই ক্যারাম খেলার নামে এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। এতে এলাকায় চরি,ছিনতাই,ডাকাতিসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ওই সব বাজারে ক্যারাম খেলার নামে মাদক ব্যবসাসহ নারী ব্যবসা চলে বলে অভিযোগ রয়েছে। এলাকার সচেতন ব্যাক্তিরা ওই ক্যারাম খেলার বন্ধ করার বার বার উদ্যেগ নিয়ে ব্যার্থ হয়েছে কারন তা বাঁধা দিতে গেলে জুয়ারুরা তাদের বিভিন্ন রকম হুমকি দেয় বলে জানা গেছে। কে দিচ্ছে এর ইন্দন ,কে দি”্ছে এদের ভরসা জনমনে প্রশ্ন ?। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি অতিতারা-তারি ক্যারাম খেলার নামে ওইসব জুয়া খেলা বন্ধ করতে হবে। এ ব্যাপারে ধামরাই থানার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন বলেন,যেসব জায়গায় ক্যারাম খেলার নামে জুয়া খেলা হয় সেগুলো অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো বলেন,যারা ওইসব জুয়া খেলার সাথে জড়িত রয়েছে তাদেরও গ্রেফতার করা হবে।
FB LIke Bottom
Monday, October 12, 2015
ধামরাইয়ে ক্যারাম খেলার নামে চলছে জুয়া
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment