দশমীর ফেনাফুল
কামরুল ইসলাম
হাজার নক্ষত্রের পাশে বসে আছি, এতো রূপ আর আলোর বিস্ময়
বিদগ্ধ আলোয় চিরকাল হেরে যাই, দৃষ্টির সীমায় পড়ে থাকে আধার,
তবু উদ্বোধন মহাকালের, সহস্রকালের সেবক আমি, যাপিত যাযাবর
দাক্ষিণ্যের নৃত্যে আগমন সপ্তমীর, প্রেমের ছন্দে চঞ্চল হয় নাটমন্দির |
শোভাবাজারের নবকৃষ্ণ , কী উৎসবে মেতেছিলে সেইদিন, বাঈনাচে !
রাজা আর প্রজায় মিলে বাদ্য বাজায়, গেয়ে ওঠে হিঙ্গন, গজলের গীতে
নিকির নৃত্যে ফ্রেডারিক উইন, তুমিও মেতেছিলে কোন ধর্মবলে ?
মেঘতরঙ্গের উৎসব পার্বণ, নীলবর্ণে পথ হারায় - সীমান্তে শতবছর
নরম রোদ বসেছিলো হিজলতলায়, শরতের কাশবনে শাদা দুধ ঝরে
আলতা রঙ মাখানো তন্দ্রার চরণ, শতকালের চিহ্নে- অনলে জ্বলে
নয়নে নয়ন ভেসে যায় ওপার, দশমীর ছায়ার ভেতর সবিতার মুখখানি
আজও হেরে আছি, আগুন বাতাসের খেলায় হেরে গেছি শতকাল |
হে মহাকাল, দূরের নির্জনে কেঁপে ওঠে ঠোঁট, ছায়ার মতন আজো খুঁজি
জাগ্রত ভূমির - ধূলা মাটির নৃত্যে, ক্ষুধার্ত ঢেউয়ের মতো জেগে উঠি
দশমীর বিবর্তনে দূর আকাশের সহস্র পথ পাড়ি দেই, হাজার আলেয়ায়
পৃথিবীর খেলায় ভেঙ্গে যায় আধার, ফেনাফুলে ভাসে - শান্তির জয়গান |
(হিঙ্গন ও নিকি: দুজনই বাইজী | হিঙ্গনের গজল, আর নিকির নৃত্য বিখ্যাত ছিল | ১৮২৫ থেকে ১৮৩৩ পযর্ন্ত তাদের খ্যাতির কথা জানা যায় | দুর্গাপূজায় তাদের কে নিয়ে যাওয়া হতো, সেসব উৎসবে ইংরেজরা যোগ দিতেন | রাজা নবকৃষ্ণ, রাজা গোপীমোহন দেব প্রমুখ ছিলেন মূল আয়োজক | তথ্যসূত্র: ১৮৩৩.এ প্রকাশিত ইন্ডিয়া গেজেট )
FB LIke Bottom
Wednesday, October 21, 2015
হাজার নক্ষত্রের পাশে বসে আছি, এতো রূপ আর আলোর বিস্ময়
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment