FB LIke Bottom

Sunday, October 25, 2015

একলা রাতের প্রহর গুনি তুমি কোথায় ?

অববোধ
একলা রাতের প্রহর গুনি তুমি কোথায় ?
বাতায়নে হিয়া আকুল নিশি কাটায়
দূর আকাশে একটি দু'টি তারা জ্বলে
কোন সে ব্য়থা চিম্টি কাটে বুকের তলে !
মধ্য়রাতের নির্জনতায় একটি পাখি,
কোন গহনে ব্য়াকুল হ'য়ে উঠলো ডাকি ?
উঠোন কোনে, সজনে গাছের একটু পাশে
হাস্নুহেনা শুভ্র সুবাস ছড়িয়ে হাসে।
প্রহর গুনি তুমি কোথায়, কাঁপছে আকাশ
অশ্রুজলের বাঁধন ভাঙ্গে তপ্ত নিশাস।
আঁধার আমি আছি বলে, দু'হাত বাড়ায়
জীবন ঘেঁষে দুঃখ এসে পাশে দাঁড়ায় !
ভাবছি বসে একলা রাতে, তুমি কোথায় ?
তন্দ্রা এসে চুম দিয়ে যায় চোখের পাতায়।
কৃষ্ণচূড়ার ডালে ডালে ফাগুন নাচে,
তোমার হাসি বাজে যখন চুড়ির কাচে।
একটি লগন হাজার তারার ফুলে ছাওয়া,
দূর নীলিমায় একলা কোথাও হারিয়ে যাওয়া।
গানের ছলে তুমি আমার মান ভাঙ্গালে,
ভালোবাসার আলতা রঙ্গে মন রাঙ্গালে।
পৃথিবীটা বদলে গেলো এক পলকে,
ভেসে গেলাম তুমি আমি দূর আলোকে ;
ডাকলো পাখি, দোর গোড়াতে, ভোর দাঁড়ালো
অমনি আমার প্রহর গোনার ক্ষণ ফুরালো।
জনারণ্য়ে কোথায় তুমি, কোথায় আমি ?
ভাবতে বসে থমকে দাঁড়াই, একটু থামি
প্রয়োজনে ছুটছে মানুষ, এদিক ওদিক
আমি যেন ভ্রান্ত পথের, ক্লান্ত পথিক।

No comments:

Post a Comment