FB LIke Bottom

Tuesday, October 13, 2015

আনন্দ উল্লাসে কিশোরকে মাথা ন্যাড়া করে নির্যাতন,

আনন্দ উল্লাসে কিশোরকে মাথা ন্যাড়া করে নির্যাতন, তিনজন আটক

চাঁদপুর শহরের সেন্ট্রাল হাসপাতালে রোগীর মোবাইল চুরির অভিযোগে এক যুবককে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হাসপাতালের স্টাফ অনিতা (৪০), রাব্বি (২৫) ও স্থানীয় যুবক জুয়েল (২৫)।

সোমবার দুপুরে শহরের জেএম সেনগুপ্ত রোডে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালের ৪০৮ নং কেবিনে থাকা মতলব দক্ষিণ নলুয়া থেকে আসা শান্তা বেগম নামে এক রোগীর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাছির নামে যুবককে হাসপাতালের লোকজন আটক করে। তারা ওই যুবককে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে নির্যাতন চালায়। মাথা ন্যাড়া করে গালায় জুতার মালা পরিয়ে বেল্ট দিয়ে পেটানো হয় তাকে। তাকে জুতার মালা পরিয়ে বেল্ট দিয়ে পিটাতে পিটাতে ছাদ থেকে নিচে নামায় তারা।

No comments:

Post a Comment