FB LIke Bottom

Monday, October 12, 2015

রাজকন্যা পেয়েছে নতুন ঠিকানা, বিজয়িনী নতুন নাম (11-10-15) কুকুরের কামড় থেকে বেঁচে যাওয়া নবজাতক সেই শিশুটি

রাজকন্যা পেয়েছে নতুন ঠিকানা, বিজয়িনী নতুন নাম (11-10-15)
কুকুরের কামড় থেকে বেঁচে যাওয়া নবজাতক সেই শিশুটি
ছোট্ট তুলতুলে শরীর, কেউ তাকে ডাকে ‘রাজকুমারী’ বলে, কেউ বলেন ‘রাজকন্যা’। ফুটফুটে চেহারা। মাথাভরা রেশমের মতো নরম চুল। পরিপাটি করে আঁচড়ানো। গায়ে হালকা গোলাপি রঙের জামা। একটু আগেই খাওয়ানো হয়েছে। তারপর আয়েশ করে ঘুম। কুকুরের কামড় থেকে বেঁচে যাওয়া নবজাতক সেই শিশুটির আজ রোববার থেকে নতুন ঠিকানা সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাস। একই সঙ্গে পেয়েছে নতুন নাম। তার নাম দেওয়া হয়েছে ফাইজা। দুপুরে নিবাসের উপতত্ত্বাবধায়ক সেলিনা আক্তারের হাতে এই শিশুকে তুলে দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
এ সময় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা, শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, শিশুটির নাম ফাইজা। যার অর্থ বিজয়িনী। এত সংগ্রামের মধ্য দিয়ে শিশুটি বেঁচে যাওয়ায় তার এ নাম দেওয়া হলো।
আজিমপুরের এই ছোটমণি নিবাসে ফাইজা ৬ বছর পর্যন্ত থাকবে। এর মধ্যে কেউ শিশুটির অভিভাবকত্ব না নিলে সে যাবে শিশু পরিবারে। যদি কোনো নিঃসন্তান বাবা মায়ের আদর পায় শিশুটি সেটাই তার জন্য বেশি ভালো হবে। তবে অভিভাবকত্ব নিতে হলে পারিবারিক আদালতের মাধ্যমে আবেদন করতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন এই শিশুর খরচ বহন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটির ঠোঁট নাক হাতের আঙুল বিনা মূল্যে প্লাস্টিক সার্জারি করে দেবে। তিন মাস বয়স হলে এ সার্জারি করা হবে। আজ শিশুটির বয়স ২৭ দিন।
জন্মের পরপরই ওর মা-বাবা অথবা অন্য কেউ গত ১৫ সেপ্টেম্বর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন একটি মাঠে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। কুকুরের দল বস্তার ভেতর থেকে বের করে ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ খেয়ে ফেলে। বাঁ হাতের দুটি আঙুলের ডগাও গেছে কুকুরের পেটে। কয়েকজন নারী ওকে কুকুরের হাত থেকে উদ্ধার করে প্রথমে রাজধানীর শিশু হাসপাতাল এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর হাসপাতালে নবজাতকের বিশেষায়িত সেবাকেন্দ্র স্ক্যাবুর চিকিৎসক ও নার্সদের আপনজনে পরিণত হয় সে। কেউ তাকে ডাকত ‘রাজকুমারী’ বলে, কেউ ডাকত ‘রাজকন্যা’। হাসপাতালের শিশু সার্জারি বিভাগ, প্লাস্টিক সার্জারি বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের নয় সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড সার্বক্ষণিক নজর রেখেছে এই নবজাতকের দিকে।
জন্মের পরপরই ওর মা-বাবা অথবা অন্য কেউ গত ১৫ সেপ্টেম্বর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন একটি মাঠে সিমেন্টের বস্তায় ভরে ফেলে গিয়েছিল। কুকুরের দল বস্তার ভেতর থেকে বের করে ঠোঁট ও নাকের বেশ খানিকটা অংশ খেয়ে ফেলে। বাঁ হাতের দুটি আঙুলের ডগাও গেছে কুকুরের পেটে। নবজাতকের উদ্ধারকারীদের মধ্যে দুজন তানিয়া আক্তার এবং লিপি ওকে কুকুরের হাত থেকে উদ্ধার করে প্রথমে রাজধানীর শিশু হাসপাতাল এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর থেকে এই নবজাতক স্ক্যাবুর চিকিৎসক ও নার্সদের আপনজনে পরিণত হয়েছে। ।
প্রথম পৃষ্ঠা এর আরও সংবাদ
বাংলাদেশ সফরে এবার হংকংয়ের সতর্কতা
ইতালি ও জাপানের দুই নাগরিক হত্যার জের : ৫০ শতাংশ বিদেশির বাংলাদেশ সফর স্থগিত
দেশে ক্রান্তিকাল চলছে,সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হোন: মির্জা ফখরুল
হাসিনাকে অবিলম্বে জাতীয় সরকার গঠন করতে বললেন বি. চৌধুরী
আ.লীগকে বিদায় করার অপেক্ষায় মানুষ: এরশাদ
হজযাত্রীর বাড়িভাড়ার ছয় কোটি টাকা আত্মসাত : সচিবের ইঙ্গিত মন্ত্রীর দিকে
দলীয়ভাবে স্থানীয় নির্বাচন সংক্রান্ত আইন সংশোধন মন্ত্রীসভায় উঠছে আজ
‘শিগগিরই জানা যাবে বিদেশি হত্যাকাণ্ডের রহস্য’
শিশু সৌরভের পায়ে গুলি : আত্মগোপন থেকে বেরিয়েই জামিন চাইলেন লিটন এমপি
আজ মেডিক্যালে ভর্তিচ্ছুদের গণজমায়েতের ডাক
আইসিসির সিদ্ধান্ত : বাংলাদেশেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা দৌলাকে তলব
আজ সারাদেশে জামায়াতের বিক্ষোভ
শিশু রাজন হত্যা: কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি যাচ্ছেন ৩ পুলিশ
সচিব বরণে এলাহিকাণ্ড : সড়কজুড়ে আলোক সজ্জা, ব্যানার, ২৭টি তোরণ, জয় বাংলা স্লোগানে বরণ
পাবনায় ১২৬ বিদেশিকে সিসি টিভির আওতার বাইরে যেতে মানা
ক্ষমতায় যাওয়ার জোয়ার দেখেছেন কিন্তু ভাটা দেখেননি: প্রধানমন্ত্রীকে গয়েশ্বর চন্দ্র রায়
প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন ও শিষ্টাচারবহির্ভূত: বিএনপি
টাঙ্গাইলের উপনির্বাচন : কাদের সিদ্দিকীর মনোনয়পত্র দাখিল
শওকত মাহমুদের জামিন আবেদন নামঞ্জুর
আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের মিসাইল উৎক্ষেপণ
প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্তিতে উল্লাস করতে নেমে চট্টগ্রামে সংঘর্ষে জড়ালো আ.লীগ : ব্যাপক গোলাগুলি
সিলেটে বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়

No comments:

Post a Comment