আমি চাই. তুমি সবসময়. সুখে থাকো
কষ্ট. যেন তোমাকে স্পর্শ. না করে
আমি জানি না পাওয়ার. কি বেদনা সেটা আমি অনুভব করতে পারি একাকিত্বের যন্ত্র না
আমি জানি অশ্রু ভেজা নয়নে কিভাবে হাসতে হয়
আমি কষ্টকে আপন. করে নিয়েছি
তুমি পারবেনা সহ্য করতে আমার মত করে
তাই তুমিই সুখে থেকো তোমার কষ্ট গুলো আমাকে দিয়ে
আমি তোমার দেওয়া কষ্ট গুলো বয়ে বেড়াব
সারাটি জীবন. শুধু তুমি ভাল থেকো
No comments:
Post a Comment