FB LIke Bottom

Thursday, October 29, 2015

#‎একজন‬ মা তার নিজের জীবন দিয়ে, ছেলেকে সুখ কিনে দিয়ে গেলেন।। একবার হলেও পোস্টটি পড়ার অণুরুধ থাকলো।।

#‎একজন‬ মা তার নিজের জীবন দিয়ে,
ছেলেকে সুখ কিনে দিয়ে গেলেন।।
একবার হলেও পোস্টটি পড়ার অণুরুধ থাকলো।।
মায়ের অনেক সপ্বনো ছেলেকে বড় Army Officer বানাবে,, আর সই সপ্বনো পূরন করতে
সার্টিফিকেট নিয়ে চলে গেলো army তে
যোগ দিতে,,,,। সব ধরনের যোগ্যতা থাকতেও
তাকে Army তে নেয়া হলনা,, সেখানে কর্মরত
একজন officer তাকে বলল,
বাবা এখানে যোগ্যতা দিয়ে কিছু হবে না,,
দরকার ক্যাশ টাকার,,, তুমি দশ লাক্ষ টাকা
নিয়ে আসো আমি চাকরীর ব্যবস্থা করে দিবো।।
এদিকে মা Hospital এর I C U তে ভর্তি,
ডক্টর বলেছে, মা'কে জরুরী অপারেশন করতে
হবে তাতে খরচ হবে প্রায় দশ লাক্ষ টাকা,,
যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করেন
নয়তো আপনার মা'কে বাচানো যাবেনা।।
ছেলে আর দেরী না করে বাড়ী গিয়ে তার বড় মামাকে সাথে নিয়ে জায়গা জমি বাড়ি বিটা
যা ছিলো সব বিক্রি করে দশ লাক্ষ টাকা নিয়ে Hospital এ পৌছালো,,
টাকা গুলা ডক্টর সাহেবকে দিয়ে, icu Bad এ শুয়ে থাকা মায়ের পাশে গিয়ে দাড়াতেই মা বলল,
বাবা তোর চাকরী হয়েছে,,
মায়ের মুখে হাসি দেখার জন্য মিথ্যা সান্তনা
দিয়ে বলল,, হা মা আমার চাকরী হয়েছে
তুমি আমার জন্য কোন চিন্তা করোনা,,এই কথা বলেই ছেলে চলে গেল,।
মা ঠিকই বুঝতে পাড়লো ছেলের চাকরী হয়নি।
মা, তার বড় ভাইকে ডেকে সব শুনলো,,
এসময় মায়ের অপারেশন করার জন্য সবধরনের
প্রস্তুতি করে ডক্টর এসে মা'কে বলল,
এখনি আপনার অপারেশন করা হবে কারো সাথে কিছু বলার থাকলে বলতে পাড়েন।
মা চোখের পানি ছেড়ে দিয়ে ডক্টরকে বলল,
বাবা আমার অপারেশন করতে হবেনা।
ডক্টর অবাক হয়ে বলল,, মানে? কি বলছেন আপনি?
মা,, হ্যা,, বাবা,, আমার অপারেশন করতে হবেনা
আর আমার ছেলে আমার অপারেশনের জন্য যে টাকা দিয়েছে তা আমাকে ফিরিয়ে দেন।।
ডাঃ:-আপনি জানেন আপনি কি বলছেন?
তাছাড়া এই অপারেশন না করলে আপনি বাচবেন না।
মা:- দেখো বাবা আমিও জানি আমি বাচবনা
কিন্তু, আমার সপ্বনো, আমার ছেলেকে Armyr পোশাকে দেখবো,, আর এই দশ লাক্ষ টাকা হলেই আমার ছেলে আর্মির চাকরীটা পাবে।
তাছাড়া, আমার অপারেশন হলেই আর কতদিন বাচবো? কিন্তু আমার ছেলে যদি চাকরীটা পায় তাহলে ওর ভবিস্যত উজ্জল হবে,, ওর জীবনের বাকিদিন গুলা সুখে কাটবে,,।। আমি মা' ছেলের সুখ মানেই আমার সুখ,, হয়তো সামনে থেকে সেই সুখ উপভোগ করতে পারবো না,, তারপরও আমি ভাল থাকবো,,
ডক্টর মায়ের কথা শনে কেদে ফেলল, বলল মা আপনারা এত দয়াময়ী কেনো?
‪#‎জাবাবে‬ মায়ের চোখের পানি জরলো!
ডক্টর টাকা উঠিয়ে ছেলের মামা কে দিয়ে সব বুঝিয়ে বলল,,, মামা টাকা নিয়ে সই Army officer কে দিয়ে বলল এই নেন টাকা,, আমার ভাগীনার চাকরীর জন্য।
ছেলে: মাকে মিথ্যা বলছিলাম,, কিন্তু আজ সত্যি চাকরী হয়েেছ,, দৌড়ে এল Hospital এ মা'কে সত্য বলবে বলে,,
কিন্তু, তখন মা আর নেই,,, icu থেকে বেড়িয়ে আসছে মায়ের লাশ,,,
মামা,, তাকে সব খুলে বলল।।তাকে সান্তনা দিতে এল সবাই, কিন্তু কিছুতেই ছেলের মন মানছে না।
মায়ের লাশ জরিয়ে ধরে হাও মাও করে কেদে উঠলো এবং বলল,,
‪#‎মা‬ তুমি কেনো এমন করলা?
তুমিই তো আমার সব ছিলা,,
পৃথিবীর সমস্ত সুখ তো তোমার কাছেই পেতাম।
মা তুমি ,, আমার সুখের জন্য নিজের জীবনটাই দিয়ে দিলা,,,,???

No comments:

Post a Comment