বর্তমান সরকার ইন্টারপোলের মাধ্যমে শিশু রাজন (১৩) হত্যা মামলার প্রধান আসামী কামরুলকে বিদেশ থেকে ফিরত নিয়ে এসে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। অনেকেই বিশেষ করে, বিএনপি-জামায়াত মতাদর্শের লোকজন এ ব্যাপারে সরকারকে ধন্যবাদ না দিয়ে বরং নারায়ণগঞ্জের ৭ খুনের হত্যা মামলার প্রধান আসামী নূর হোসেনকে এখনও কেন ভারত থেকে ফিরিয়ে আনা হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলছে। দুটি বিষয় অনেকটা আলাদা। কামরুলের ভিসা ছিল বলে বৈধভাবে সে আবার সৌদি আরবে পালিয়ে গিয়েছিল। যদিও তার এলাকার দুর্নীতিবাজ ওসি ঘুষ খেয়ে তাকে সৌদি আরবে পালিয়ে যেতে সাহায্য করেছিল এবং সে পুলিশ অফিসারকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা হোক, তার বসবাসের ব্যাপারে সৌদি সরকারের কোন অভিযোগ ছিল না। অন্যদিকে, নূর হোসেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বিধায় ভারতের আইন অনুযায়ী সে সেখানকার অপরাধী। পরবর্তীতে, বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্যের ফলে সে পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়। পশ্চিমবঙ্গের আদালত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে তাকে কারাগারে নিক্ষিপ্ত করেছিল এবং তার বিরুদ্ধে গত কয়েক মাস যাবত মামলা চলছিল। কিন্তু অতি সম্প্রতি, পশ্চিমবঙ্গের আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর রায় দিয়েছে। এখন নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র। চাঞ্চল্যকর সাত খুনের সাথে জড়িত বলে প্রমাণিত যে কাউকে আইনের আওতায় নিয়ে আসতে এবং শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
No comments:
Post a Comment