" পার্বতীপুরে মামীর সাথে পল্লী চিকিৎসকের পরকীয়া , এলাকায় তোলপাড় অতপরঃ বিয়ে "
দিনাজপুরে পার্বতীপুরে নারী লোভী এক পল্লী চিকিৎসক নানার শ্রাদ্ধ খেতে এসে মামী শাশুড়ীর সাথে অবৈধ মেলামেশার সময় স্বামীর হাতে ধরা পড়ে । এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে । গত বুধবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের উরমা গ্রামে এ ঘটনা ঘটে । এ ব্যাপারে মেয়ের পিতা বাদী হয়ে গতকাল শনিবার রাতে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করেছেন ।
জানা গেছে , পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত রতেশ্বরে’র পুত্র পল্লী চিকিৎসক বিপুল সরকারের (৩৮) সঙ্গে একই গ্রামের লালমন রায়ের কন্যা শিল্পী রানীর (১৯) সঙ্গে দীর্ঘ দিন ধরে পরকীয়া ও দৌহিক মেলামেশা চলে আসছিল । এর মধ্যে প্রায় দু’মাস পূর্বে পল্লী চিকিৎসক বিপুল ঘটকালি করে শিল্পীর সাথে বিরামপুর উপজেলার মোকন্দপুর ইউনিয়নের উরুমা গ্রামে তার মামা শশুর নীশিকান্তর সঙ্গে বিয়ে দেয় ।
সম্প্রতি নীশিকান্তরের বাবা মারা যায় । গত বুধবার ছিল তার শ্রাদ্ধের দিন । এদিন শ্রাদ্ধ খেতে গিয়ে বিপুল সুযোগ বুঝে শিল্পীর সংগে দৌহিক মেলামেশা অবস্থায় দেখতে পেয়ে ঘরে আটক করে । এ নিয়ে হৈচৈ শুরু হলে রাতে সালিশ বসে । পর দিন বৃহস্পতিবার গ্রামের লোকজন এসে এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের ডেকে এনে শিল্পীর মা বাবার উপস্থিতিতে শিল্পী কে শাখা সিদুঁর পরিয়ে ও মালা বদল করে দু’জনের বিয়ে দেয় । এঘটনার পর লম্পট পল্লী চিকিৎসক একা তার নিজ গ্রাম পার্বতীপরের নারায়নপুর ফিরে এলেও শিল্পীর ব্যাপারে কিছু জানাতে অস্বীকার করে । বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে খোজ করেও শিল্পীর কোন সন্ধান না পাওয়ায় শিল্পীর বাবা লালমন বাদী হয়ে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ।
এব্যাপারে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম আজ রবিবার বিকেলে মুঠোফোনে বলেন , অভিযোগ পেয়েছি , তবে ঘটনাটি বিরামপুর উপজেলায় ঘটায় এখনও মামলা রেকর্ড করা হয়নি । ঘটনা তদন্ত পরিদর্শক (তদন্ত) আঃ রাজ্জাক কে দায়িত্ব দেওয়া হয়েছে । —
No comments:
Post a Comment