FB LIke Bottom

Friday, October 16, 2015

মঞ্জুরুল আলম রাজিব! একজন মুজিব আদর্শের পরীখিত সংগ্রামী নেতার নাম। জননেএী শেখ হাসিনার ডাকে প্রতি টা লড়াই সংগ্রামে যিনি,

মঞ্জুরুল আলম রাজিব! একজন মুজিব আদর্শের পরীখিত সংগ্রামী নেতার নাম।
জননেএী শেখ হাসিনার ডাকে প্রতি টা লড়াই সংগ্রামে যিনি, তার বাহিনী সাভারের যুব সমাজ বিশেষ করে (ছাএলীগ) কে নেতৃত্ব দিয়েছেন নিজেকে শতভাগ উজার করে দিয়ে।
খুনী খালেদা জিয়া তখন হুলিয়া জাড়ি করে "রাজীব ভাই ঔ তারই ছোট ভাই, ফখরুল আলম সমর ভাইয়ের নামে। হুলিয়া মাথায় নিয়েও দেখেছি তার সংগ্রামী নেতৃত্ব। কারন, ঐসময় আমি ও ছিলাম তার সামনের কাতারের করমিদের ভিতর যারা যার ছিল তাদের একজন
। তখন সাভার থানা ছাএলীগের ১২ জনের সদস্য বিশিষট আহ্বায়ক কমিটিতে আমি সদস্য। হিসাব করতে গেলে দেখা যায় সাভারে এই আসনটা ছিল রাজাকার খুনি জিয়াদের
এক কঠিন
ঘাটি। নৌকার নাম মুখে আনাটা ছিল যেন সুজাসুজি এক কথায় বলতে গেলে পাঁপ।
সাভারের ছাএলীগের বিস্তৃতি ও প্রতিষটাতা " সংগ্রামী নেতা যুব সমাজ ও ছাএ সমাজের প্রিয় নেতা মঞ্জুরুল আলাম রাজীব।
সাভারে আওয়ামী রাজনীতি তে (রাজীব) তাদের
পুরো পরিবারই ধরতে গেলে।
তার পিতা মৃত ওয়াসিল উদদীন ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের একজন কলম যুদধা া একজন সাহসী সাংবাদিক। তার বড় ভাই আমর শ্রদ্ধেয়! জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরনগর
বিশ্ব বিদ্যালয় এর জাকসুর নির্বাচনে এনামুল হক শামিমের সাথে নির্বাচন এ প্রতিদন্দিতা করেন।পরবর্তীকালে জাকসু'র ছাএলীগের সভাপতি'র দায়িত্ব পালন করেন।
তার(রাজীব ভাই) ছোট ভাই! মোঃ ফখরুল আলম (সমর) ভাই, আরেকজন ত্যাগী ছাএনেতার নাম, রাজীব ভাইয়ের জননেতা হওয়ার পিছনে সমর ভাইয়ের রয়েছে অসামান্য
এক অবদান। সমর ভাই, ছিলেন ঢাকা জেলা ছাএলীগের সফল সভাপতিদের মধে্্য একজন
অন্যতম সফল সভাপতি। একজন মেধাবী ছাএনেতার নাম " ফখরুল আলম সমর"।
এই হল সাভার থানা আওয়ামী পরিবার রাজীব
ভাইদের ত্যাগ আর নিরলস পরিশ্রমের ফল হিসাব করলে বা মুল্যায়ন করতে গেলে তাদের পরিবারে আজকে " সংসদ সদস্য" থাকার কথা।
আশা করি আমাদের রাজীব ভাই একদিন সাভারের
জনগনের নেতা হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন। জনগনের দুঃখ, ও গনমানুষের কথা মহান সংসদে তুলে ধরবেন।

No comments:

Post a Comment