FB LIke Bottom

Tuesday, October 13, 2015

দায় কি শুধুই পুলিশের নাকি আমরা নিজেরাই নিজেদের দায় এড়িয়ে চলছি ?
==============================================
দেশের আইন শৃঙ্খলার কিছুটা অবনতি হলেই আমরা অভিযোগের তীর ছুড়ে দেই পুলিশের দিকে । এটা যেন আমাদের মজ্জাগত অভ্যাসে পরিনিত হয়ে দাঁড়িয়েছে আমাদের । দেশের সাড়ে ১৬ কোটি মানুষের জন্য পুলিশের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার । ১১৮০ জন মানুষের জন্য একজন করে পুলিশ । একজন পুলিশ একাই ১১৮০ জন মানুষের নিরাপত্তা দিবে এটা আমরা আশা করি কোন চিন্তা ধাঁরা থেকে ?
মহান জাতীয় সংসদে আমাদের নির্বাচিত জন প্রতিনিধি রা আইন সৃষ্টি করেন ,মাননীয় আদালত সেই আইন প্রয়োগ করেন আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী সেই আইন রক্ষা করেন । এখন আইন রক্ষার দায়িত্ব নিয়ে যেন আইনের সকল দায় ভার এই পুলিশ বাহিনীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যেন । অথচ মহান জাতীয় সংসদে আইন সৃষ্টি করার জন্য আমরা যাদের কে নির্বাচিত করে পাঠাচ্ছি তাদের রাষ্ট্র পরিচালনার জন্য আইন সৃষ্টি করতে যে জ্ঞানের দরকার পরে তার কত টুকু জ্ঞান আছে সেটা কি আমরা তলিয়ে দেখি ? আমরা একবারও কি ভাবি যে উনাদের অজ্ঞতার ,ব্যর্থতার দায় ভার অনেক টাই যে আমাদের উপর বর্তায় ? শুরুতেই গলদ করবো আমরা আর দায় চাপিয়ে দিব শুধুই পুলিশের উপর !!
পাপী হয়ে কেউ কোন দিন জন্মায় না ।সমাজ ,সামাজিক অবস্থা ,রাজনীতির খেলা কিংবা অন্য কোন পারিপার্শ্বিক কারনে একজন মানুষ ধীরে ধীরে অপরাধী হয়ে যায় । পা বাড়ায় পাপের পথে । এই দেশের একজন জঙ্গি হয়ে কি জন্মায় ? দেশের শিক্ষা ব্যবস্থা ,সামাজিক অবস্থা ,পারিবারিক পরিবেশ , আর মিথ্যা আবেগের বেড়াজালে জড়িয়ে একজন প্রতিভাবান ছেলে ধীরে ধীরে পা বাড়ায় অন্ধকার জগতের দিকে । ক্রমে ক্রমে হয়ে বনে যায় একজন জঙ্গিতে ।
পুলিশ কি কোনদিন অপরাধী সৃষ্টি করেছে কোন কালে ? পুলিশের কাজই হোল অপরাধীকে প্রতিহত করা । আর আমরা বারবার সেই পুলিশকেই দাড় করিয়ে দিচ্ছি অপরাধীর কাঠ গোঁড়ায় ।
একটু ভেবে দেখুন বিশ্বের অন্য কোন দেশের তুলনায় আমরা অনেক বেশি সভ্য কিনা ? অন্যদের থেকে আমরা বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল কিনা ? এই কথা বলার কারন হচ্ছে আমাদের দেশে অস্ত্রধারী পুলিশ কতজন ? রাতের বেলায় যে পুলিশ কনস্টেবল নাইট ডিউটি করে তাদের কয়জনের হাতে আধুনিক অস্ত্র থাকে ? অথচ এই সমস্ত নিরীহ ডিউটি রত ২/১ জন পুলিশ কে দেখলেই রাতের আধারে পালিয়ে যায় যে কোন সন্ত্রাসী ,হাইজ্যাকার , মাদক ব্যবসায়ী ।
দেশের একমাত্র পুলিশ সহ অনান্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যতীত আর আমরা যারা আছি সবাই এমন একটা ভাব নিয়ে চলি যেন পুলিশ দের যেহেতু মাসে মাসে সরকার বেতন দেয় সেই হেতু সেই সামান্য কিছু বেতনের বিনিময়ে যেন আমরা ওদের মাথা কিনে নিয়েছি । রাস্তায় ৪ জন সন্ত্রাসী একজন নিরীহ কাউকে অথবা প্রতিপক্ষ কাউকে চাপাতি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে সেটা দেখে সন্ত্রাসীদের বাধা দিতে কেউ আমরা এগিয়ে আসি না । আমরা তখন ব্যস্ত সেই দৃশ্য ধারন করায় ।
শুধু মাত্র পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে বসে না থেকে সমাজ কে ,দেশ কে সুন্দর করতে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে । যে যেখানেই আছি সেখানে বসে থেকেই আমাদের নিজেদের কেই নিজেদের সমাজ কে দেশকে সুন্দর ভাবে সাজিয়ে নিতে হবে । বাইরে থেকে এসে কেউ এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে যাবে না ।
একজন অপরাধী কে ধরে পুলিশ আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দিল । সেই আসামী ৬ মাস জেল খেটে বের হয়ে আসলো । এতে কি সে পরিশুদ্ধ হয়ে গেল ? নাকি ৬ মাস জেল খেটে সে আরও সাহসী হয়ে গেল এবং আগের চেয়ে ভয়ংকর সন্ত্রাসী হয়ে গেল ? জেল খেটে একজন সন্ত্রাসী ভালো হয়ে গেছে এমন মানুষের সংখ্যা কত এই দেশে ? পুলিশ আসামী ধরল আর জেলে পাঠাল এতে করে সমাজ ব্যবস্থার উন্নতি হবে না । দেশ থেকে দূর হবে না কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ।
সবার আগে দরকার আমাদের সকলের সম্মলিত প্রয়াস । দেশ থেকে সন্ত্রাস কিংবা অপরাধ দুরভিত করতে হলে আমাদের কে নিজেদের কে মাঠে নামতে হবে । শুধু মাত্র পুলিশ বাহিনী আমাদের পাশে দাঁড়াবে এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে । আমাদের কেও পুলিশ বাহিনীর পাশে এসে দাড়াতে হবে । যে যেখানেই আছি সেখান থেকেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দিকে সাহাজ্যের হাত বাড়িয়ে দিতে হবে । তথ্য দিয়ে ,সত্য সংবাদ দিয়ে ওদেরকে সাহাজ্য করতে হবে ।
আমি শিক্ষকতা করি আমাকে দেখতে হবে আমার ছাত্র সন্ত্রাসের সাথে জড়িত কিনা ? খেয়াল রাখতে হবে আমার ছাত্র মাদক সেবী কিনা ? আমি সচিব ? আমাকে খেয়াল রাখতে হবে আমার অধস্থন কর্মচারী ঘুষ খায় কিনা ? কাজে ফাঁকি দেয় কিনা ? সরকার বিরোধী কোন কাজে লিপ্ত কিনা ? আমি ডাক্তার ,আমাকে খেয়াল রাখতে হবে আমার হাসপাতালে রুগী সেবা ঠিক মত হচ্ছে কিনা ? সরকারী ঔষধ গরীব রুগী পাচ্ছে নাকি খোলা বাজারে বিক্রি হয়ে যাচ্ছে ? আমি প্রকৌশলী আমাকে দেখতে হবে একটা ব্রিজ তৈরি করতে গিয়ে ঠিকাদার কাজের মান সঠিক রাখছে কিনা ? আমি বিচারক আমাকে খেয়াল রাখতে হবে আইনজীবীর কথার মারপ্যাঁচে যেন কোন

No comments:

Post a Comment