FB LIke Bottom

Monday, March 14, 2016

ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে

ধামরাইয়ে ১ হাজার ইয়াবাসহ গ্রেফতারকৃত আ’লীগ নেতার ভাই মাদক মম্রাট মানিক ও তার সহযোগি রিমান্ডে
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকা থেকে পুলিশ লেখা একটি পাজেরো জিপ তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার ১দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামরাইয়ের সাহাবেলীশ্বর ললিতনগর গ্রামের এসএম শওকত হোসেনের ছেলে এসএম মানিক (৩৬) ও পাশের নওগাও গ্রামের আব্দুল হানিফের ছেলে মতিয়ার রহমান (৩২)। এদের মধ্যে মানিক ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনের ভাই।
ধামরাই থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ধামরাইয়ের বাথুলি এলাকার ইনসেপ্টা ফার্মসিউটিক্যালসের সামনে পুলিশের স্টীকার লাগানো একটি পাজারো জিপ গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১১৬৫০১) আটকের পর তল্লাশি করা হয়। এসময় রফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও আওয়ামী লীগ নেতার ভাই মানিক ও তার সহযোগি মতিয়ার রহমানকে গ্রেফতার করার পর তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ইয়াবা ট্যাবলেট, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয়ের ছুটির দরখাস্ত, নয়ারহাট বাস-ট্রাক মালিক সমিতির সহ-সম্পাদকের আইডি কার্ড উদ্ধার এবং পুলিশ লেখা পাজারো গাড়িটি জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ী মানিক বিভিন্ন সময় পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এডি পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছিল।
এব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, গ্রেফতারকৃত মানিক এরআগেও কয়েকবার গ্রেপ্তার করা হলেও বিভিন্ন রাজনৈতি এনএসআইয়ের কর্মকর্তা ও পুলিশ পরিচয় ব্যবহার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় রোববার তাদের বিরুদ্ধে মাদক ও প্রতারনার অভিযোগে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। এছাড়া রোববার পুলিশ তাদের দুই মামলায় ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

No comments:

Post a Comment