FB LIke Bottom

Sunday, October 25, 2015

পেঁয়াজের চারা রোপন ও কন্দ লাগানোর পদ্ধতি

পেঁয়াজের চারা রোপন ও কন্দ লাগানোর পদ্ধতি
চারা রোপনঃ
উন্নত চারা জমিতে রোপন করলে কন্দ বড় হয় এবং ফলন বেশী হয়। পেঁয়াজের জন্য প্রস্তুতকৃত জমিতে মাঝে নালা রেখে ছোট ছোট ব্লকে ভাগ করা হয়। ব্লকে ৪০-৪৫ দিন বয়সের সুস্থ্ চারা, সারি ১৫ সেন্টিমিটার দূরত্বে, চারা ৮-১০ সেন্টিমিটার দূরে ও ৩-৪ সেন্টিমিটার গভীর গর্তে ১টি করে রোপন করতে হবে। কন্দ গঠন শুরু হওয়া চারা রোপন করা যাবে না। চারা রোপনের পর সেচ দিতে হবে।
কন্দ লাগানো পদ্ধতিঃ
সমতল জমিতে টানা লাঙ্গল দিয়ে ২০-২৫ সেন্টিমিটার দূরত্বে অগভীর নালা/সারি করে হাত দিয়ে ১০-১৫ সেন্টিমিটার দূরত্বে পেঁয়াজের ছোট ছোট কন্দ লাগানো হয়। কন্দ লাগানোর পরপরই জমিতে সেচ দেওয়া আবশ্যক। এতে ৫-৭ দিন পর চারা বের হয়ে আসে। ২-৩ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট পূর্ববর্তী বছরের সুস্থ ও পরিপক্ক কন্দ বীজ হিসেবে নিতে হবে। পেঁয়াজের পাতা ও পেঁয়াজের কলি উৎপাদনের জন্য মাঝারি ও বড় আকারের কন্দ লাগানো যেতে পারে এবং এতে তাড়াতাড়ি ( লাগানোর ৩৫-৮০ দিন পর) পেঁয়াজ পাতা ও কলি উৎপন্ন হয়।
Ref: মসলা উৎপাদন প্রযুক্তি ম্যানুয়াল।
Date: 17/10/15
Time: 10:50 AM
[আমরা ভার্মি কম্পোষ্ট উৎপাদন করছি এবং ৫০ কেজি ব্যাগের মাধ্যমে সারা দেশে সরবরাহ করছি। মাটির গঠন উন্নত করতে,ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ফসলের উৎপাদন বাড়াতে এ সার ব্যবহার করুন।

No comments:

Post a Comment