পৌরসভা নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত
30/11/2015.........
: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নিতে পারবে না। তবে তারা দলীয় প্রতীক নিয়ে না পারলেও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে আইনী কোনো বাধা নেই।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, আপনারা অবগত আছেন গত ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করে। বর্তমানে এ আপিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে। তাই এই আপিলের ফয়সালা না হলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় নিয়ে জামায়াত নির্বাচন করতে পারবে না।
এমপিদের প্রাচারের সুযোগ চেয়ে আবেদন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনের সময় ১৫দিন বাড়ানো দাবি জানিয়েছে বিএনপি। এবিষয়ে কাজী রকিবউদ্দীন বলেন, দুই দলের দাবি অনুযায়ী শিডিউল পেছানো বা আচরণ বিধি পরিবর্তন করবে না ইসি। কারণ আমরা দেখলাম একদিনও নির্বাচন পেছানো সম্ভব নয়। তাছাড়া আওয়ামী লীগের দাবির বিষয়ে আমরা গভীরভাবে আলোচনা করেছি। যা বিধি করেছি তা পরিবর্তন করা ঠিক হবে না।
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর
FB LIke Bottom
Monday, November 30, 2015
: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নিতে পারবে না। তবে তারা দলীয় প্রতীক নিয়ে না পারলেও সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে আইনী কোনো বাধা নেই। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment