৬৮ বছর অন্ধকারে থাকা সদ্যবিলুপ্ত ছিটমহলের মানুষগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হলেন আজ বৃহস্পতিবার। এদিন সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে বিদ্যুতের আলো ছড়িয়ে দেন। কুড়িগ্রাম, নীলফামারি ও পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার (ফুলবাড়ি, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড় ও ডিমলা) ২৫৬১টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এরপর পাঁচটি পরিবারের মাঝে সোলার হোপ সিস্টেম বিতরণ করা হয়।
এর আগে সকাল পৌনে ১১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। কুড়িগ্রামের ফুলবাড়ীর সদ্যবিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাসিয়ারছড়া থেকে কুড়িগ্রামে ফিরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে দুপুর আড়াইটায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ঘোষণা করবেন ইন্দিরা-মুজিব দাসিয়ারছড়া ইউনিয়ন পরিষদের। ছিটবাসীদের চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা মতবিনিময় করবেন তিনি।
No comments:
Post a Comment