FB LIke Bottom

Monday, March 14, 2016

সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা

সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা
নিউজ ডেস্কট ঃওবাইদুল খান
সম্প্রতি নানা অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। একইসাথে সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকে কেন বহিষ্কার করা হবে না- এ ব্যাপারে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাইদুর রহমান দৈনিক ফুলকিকে নিশ্চিত করে বলেন, আমি শুনেছি কেন্দ্রীয় নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করতে বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটি ঢাকা জেলা ছাত্রলীগকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা জন্য বলেছেন। তবে বিষটি জেলা ছাত্রলীগ দেখবে বলে তিনি জানিয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল নবী ইমু দৈনিক ফুলকিকে বলেন, সম্প্রতি সাভারে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্তৃক ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের এসআই জিল্লুর রহমানের উপর হামলা ও মারধর করার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নির্দেশে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সাথে অভিযুক্তদেরকে আগামী ৩ দিনের মধ্যে তার বিরুদ্ধে আনিত সকল
অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা কমিটির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, আতিকের জবাব পাওয়ার পরই দ্রুত সাভার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হবে।

No comments:

Post a Comment