FB LIke Bottom

Friday, November 6, 2015

মালয়েশিয়া সংসদে আলোচনা, বাংলাদেশিরা সৎ ও বিশ্বস্ত।

মালয়েশিয়া সংসদে আলোচনা, বাংলাদেশিরা সৎ ও বিশ্বস্ত।
মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেছেন, তার দেশ বিদেশি শ্রমিক আনার বিষয়ে বাংলাদেশকেই প্রাধান্য দেয়, বাংলাদেশির সততা ও বিশ্বস্ততার জন্য।
তিনি বলেন, এ কারণেই আগামী ৩ বছরে দক্ষিণ এশিয়ার এই দেশ থেকে ১৫ লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে এসব কথা বলেন তিনি।
একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালনকারী হামিদি বলেন, এটা চোখ বন্ধ করেই বলা যায়, বাংলাদেশি শ্রমিকরা অন্যদের তুলনায় বেশি সৎ। আমরা দেখেছি, তারা যদি ব্যাবসার ক্যাশে বসেন অথবা পেট্রোল স্টেশনের কাউন্টারে বসেন, তারা অনেক বেশি বিশ্বস্ত।
বাজেট আলোচনায় তিনি জানান, এই ১৫ লাখ শ্রমিক চুক্তি স্বাক্ষরের পরেই এদেশে আসবেন। মালিকরা একটি অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শ্রমিকের চাহিদা চেয়ে আবেদন করবেন।

No comments:

Post a Comment