FB LIke Bottom

Sunday, October 11, 2015

তোরণে তোরণে সচিব বরণ শহরের মোড়ে মোড়ে তোরণ;

তোরণে তোরণে সচিব বরণ
শহরের মোড়ে মোড়ে তোরণ; ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড তো আছেই। গুরুত্বপূর্ণ সড়ক করা হয়েছে আলোকসজ্জিত। সেই সঙ্গে বিভিন্ন দপ্তরে ঘষামাজা ও সাজগোজও হয়েছে।
এক সচিবকে সংবর্ধনা দিতে পটুয়াখালী শহরজুড়ে গত এক সপ্তাহের বেশি ধরে চলেছে এলাহিকাণ্ড।
তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক। তাকে বরণ করে নেওয়ার এই আয়োজন দেখে কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেছেন, কোনো মন্ত্রীর সফরেও এর কাছাকাছি আয়োজনও তারা দেখেননি।
শনি ও রোববার পটুয়াখালীতে দুই দিনের সফরসূচি রয়েছে এই সচিবের।

No comments:

Post a Comment