নায়কের পাশাপাশি আমাদের নায়িকাও এখন সম্ভাবনাময় অবস্থানে আছে..নির্মাতারা এদের অবহেলা করে স্ব-বিরোধী হতে চাচ্ছে কী!..মাহী ও ফারিয়া জাজের কল্যাণে একটা শক্ত প্ল্যাটফর্ম পেয়ে চমৎকার অবস্থানে আছে.. অথচ অভিনয়ে সবচেয়ে উজ্জ্বল আঁচলকে অবহেলা করা হচ্ছে যেটি নিন্দনীয়..আঁচল নিজেও ইন্টারভিউতে বলেছে যে তাকে নিয়ে পলিটিক্স হচ্ছে..আঁচলের স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে মুগ্ধ হতে হয়..আঁচলের একটা এক্সপ্রেশন ভুলতে পারি না..জটিল প্রেম* সিনেমায় স্কুলের গেটে বাপ্পি যখন এগিয়ে যায় আঁচলের দিকে আঁচল বাপ্পির দিকে চেয়ে অপূর্ব এক্সপ্রেশন দেয়..তার অভিনয় `বেইলি রোড,কিস্তিমাত,জটিল প্রেম, স্বপ্ন যে তুই' সবগুলোতেই অসাধারণ..আর এক অসাধারণ প্রতিভা তমা মির্জা..খাঁটি বাঙালি গড়নের চেহারা..অভিনয়গুণ গড গিফটেড..তমার কথা শাবনূরও জোর দিয়ে বলেছে তাহলে বুঝুন তমা কত বড় সম্ভাবনা..`তোমার কাছে ঋণী,ইভটিজিং' সিনেমা দুটি তার উল্লেখযোগ্য..নিঝুম রুবিনা `এর বেশি ভালোবাসা যায় না' সিনেমাতে চমৎকার অভিনয় করেছে..এদের সম্ভাবনা কি নির্মাতারা দেখতে পান না!..যৌথ বা দেশের সিনেমায় কি এদের কাজে লাগাতে ভুলে গেছে তারা!!..নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা-এটা তারা কবে বুঝবেন!..
No comments:
Post a Comment