সিঙ্গাইরে নির্যাতনের পর এক গৃহবধুর আত্মহত্যা, আটকের পর স্বামীর মুক্তি
মোঃ মোবারক হোসেন:
মানিকগঞ্জের সিঙ্গাইরে গত শুক্রবার স্বামীর নির্যাতনের পর শিউলী আক্তার (২৭) নামে এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শিউলী উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের তোফাজ্জল হোসেনের (৩৫) স্ত্রী ও একই উপজেলার চারাভাঙ্গা গ্রামের সাঈদ বেপারীর মেয়ে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি দুই পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় ওই গৃহবধুর স্বামী তোফাজ্জল হোসেনকে আটকের পর ছেড়ে হয়েছে বলে জানান থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান।
পুলিশ ও পারিবারিক সূত্র জানান, তোফজ্জল হোসেন এক বছর আগে অন্যের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা সুদি করে তাঁর শ্বশুর সাঈদ বেপারীকে দেন। টাকা ফেরত না দেয়ায় শ্বশুর বাড়ির লোকজন ও স্ত্রী শিউলী আক্তারের সাথে তোফাজ্জলের সম্পর্কের অবনতি হয়। এছাড়া সাংসারিক নানা বিষয়াদি নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়। শুক্রবার বিকালে ঝগড়ার এক পর্যায়ে তোফাজ্জল স্ত্রী শিউলী আক্তারকে বেদম মারধর করে। নিহত শিউলীর পিতা সাঈদ বেপারী জানান, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে মেয়ে শিউলী আক্তার সবার অগোচরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নেয়। এসময় গুরুতর আহত অবস্থায় শিউলীকে ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান জানান, খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তাঁর ধারনা স্বামীর নির্যাতনের পর শিউলী আক্তার আত্মহত্যা করে। ঘটনাটি উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় আটক স্বামী তোফাজ্জল হোসেনকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রমজান আলী বলেন, উভয় পরিবারের সম্মতিক্রমে নিহতের ছেলে মেয়েদের নামে জমি লিখে দেয়ার শর্তে বিষয়টি সমঝোতা করা হয়। সমঝোতার বিষয়টি পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দুজ্জামানকে জানানোর পর আটক নিহতের স্বামী তোফাজ্জল হোসেনকে থানা থেকে ছেড়ে দেন।
FB LIke Bottom
Sunday, October 4, 2015
সিঙ্গাইরে নির্যাতনের পর এক গৃহবধুর আত্মহত্যা,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment