কখনো কখনো স্বপ্ন তৈরী হতে হতেই আবার ভেঙ্গে যায়,, কখনো
কেউ স্বপ্ন দেখিয়ে দূরে সরে যায়... দূর আকাশের তারার মতো,, কত
উজ্জল কিন্তু বহুদূরে,, যাকে চাইলেও আর ছোঁয়া যায় না... কখনো
স্বপ্ন দেখতে দেখতে দু'চোখ বুজে যায়,, তবুও স্বপ্ন পূর্ণ হয় না...
কখনো আবার স্বপ্ন গুলো কে খাঁচায় বন্দী করে রাখতে হয়,, আর
ওভাবেই একদিন স্বপ্ন বিলীন হয়ে যায়....
আর তারপর মাঝে মাঝে মনে হয় আসলে স্বপ্ন সবার জন্য না...।।
No comments:
Post a Comment